sports
 19 Jul 19, 07:53 PM
 50             0

আইসিসির হল অব ফেমে স্থান পেলেন কিংবদন্তী ভারতীয় ক্রিকেটার শচিন টেন্ডুলকার॥

আইসিসির হল অব ফেমে স্থান পেলেন কিংবদন্তী ভারতীয় ক্রিকেটার শচিন টেন্ডুলকার॥

স্পোর্টস ডেস্কঃ গতকাল বৃহস্পতিবার লন্ডনে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আইসিসির হল অব ফেমে জায়গা করে দেয়া হয়েছে ভারতীয় কিংবদন্তি শচিন টেন্ডুলকার, দক্ষিণ আফ্রিকান পেসার অ্যালান ডোনাল্ড এবং অস্ট্রেলিয়ার প্রমীলা ক্রিকেটার ক্যাথরিন ফিৎজপ্যাট্রিককে। উল্লেখ্য, আরও আগেই আইসিসির এ সম্মানসূচক স্থানটি পেতে পারতেন শচিন। তবে নিয়মে বলা রয়েছে অবসরের পাঁচ বছরের মধ্যে কাউকে হল অব ফেমে জায়গা দেয়া যাবে না। তাই ২০১৩ সালে অবসর নেয়া শচিনকে হল অব ফেমে নিতে ২০১৯ পর্যন্ত অপেক্ষা করতে হলো আইসিসিকে।ভারতের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে এ সম্মান পেলেন শচিন। তার আগে যথাক্রমে সুনিল গাভাস্কার, বিষাণ সিং বেদি, কপিল দেব, অনিল কুম্বলে এবং রাহুল দ্রাবিড় পেয়েছেন এ সম্মান।

এ খুশির উপলক্ষে শচিন বলেন, ‘আজ এ আনন্দের দিনে আমি প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই, যারা পুরো ক্যারিয়ার জুড়ে আমার পাশে ছিলেন, সাহস দিয়েছে। আমার বাবা-মা, ভাই অজিত এবং স্ত্রী অঞ্জলি আমার শক্তির উৎস ছিল। ক্যারিয়ার শুরুর সময় রামাকান্ত আর্চেকারের মতো একজনকে কোচ হিসেবে পাওয়া আমার সৌভাগ্য ছিল।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')