News71.com
 Sports
 09 Jul 19, 11:49 AM
 626           
 0
 09 Jul 19, 11:49 AM

বিশ্বকাপ ক্রিকেট আম্পায়ারিং থেকে ইয়ান গোল্ডের বিদায়॥

বিশ্বকাপ ক্রিকেট আম্পায়ারিং থেকে ইয়ান গোল্ডের বিদায়॥

স্পোর্টস ডেস্কঃ আর ক্রিকেট মাঠে আম্পায়ার হিসেবে দেখা যাবে না ইয়ান গোল্ডকে। বিশ্বকাপের মঞ্চে ভারত-শ্রীলঙ্কা ম্যাচই ছিল আম্পায়ার গোল্ডের শেষ ম্যাচ। হেডিংলিতে অনুষ্ঠিত ওই ম্যাচটি আম্পায়ার হিসেবে গোল্ডের ১৪০ তম ম্যাচ। এর মাধ্যমে ১৩ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন তিনি। ইংল্যান্ডের হয়ে ১৮টি ওডিআই খেলেছেন গোল্ড। ১৯৮৩ সালে বিশ্বকাপ দলেও ছিলেন তিনি। ২০০২ সালে ইংল্যান্ডে ক্রিকেটে প্রথম শ্রেণির আম্পায়ার হিসেবে যোগ দেন।

২০০৬ সালে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যে টি২০ ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক আম্পায়ারিংয়ে ইয়ান গোল্ডের অভিষেক ঘটে। কয়েকদিন পরই প্রথম ওয়ানডে ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেন। তার দুই বছর পর ব্লুমফন্টেইনে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশে মধ্যকার টেস্টে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন। ইংল্যান্ড ও ওয়েলসে চলতি বিশ্বকাপ আম্পায়ার হিসেবে গোল্ডের চতুর্থ বিশ্বকাপ। অবসর নেয়ার পর গোল্ড বলেন, অবসর নেয়ার এটাই সঠিক সময়। দারুণ একটা বছর কাটিয়েছি এবং সময় বেশ উপভোগ করেছি। এখন সরে দাঁড়ানোর ও নতুন কাউকে সুযোগ করে দেয়া সময় এসেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন