News71.com
 Sports
 14 Jun 19, 12:38 AM
 616           
 0
 14 Jun 19, 12:38 AM

বৃষ্টিতে ভেস্তে গেলো ভারত-নিউজিল্যান্ড ম্যাচ॥পয়েন্ট ভাগাভাগি

বৃষ্টিতে ভেস্তে গেলো ভারত-নিউজিল্যান্ড ম্যাচ॥পয়েন্ট ভাগাভাগি

স্পোর্টস ডেস্কঃ পূর্বাভাষ ছিল, বৃষ্টির জন্য ভেস্তে যেতে পারে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ। সেটাই হল। আজ বৃহস্পতিবার এক বলও খেলা হল না দু’ দলের মধ্যে। পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হল টিম ইন্ডিয়া ও ব্ল্যাক ক্যাপসদের মধ্যে। ফলে বল হাতে ‘বিদ্যুৎ’ বোল্টের ঝলকানি দেখা গেল না। হতাশ হলেন কোহালিভক্তরাও। ভারত অধিনায়কের ব্যাট কথা বলার সুযোগই পেল না। আপাতত সবার চোখ ম্যানচেস্টারে। আগামী রবিবার সেখানেই তো বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচ। ধোনিদের সামনে সরফরাজরা। 

চলতি বিশ্বকাপে বৃষ্টির জন্য চতুর্থ ম্যাচও ভেস্তে গেল। ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে বিশ্বকাপের সূচি নিয়ে। কেন রিজার্ভ ডে রাখা হল না? এমন প্রশ্নও উঠেছে। জবাবে আইসিসি প্রধান ডেভ রিচার্ডসন জানিয়েছেন, ‘‘এই ক্রিকেট বিশ্বকাপ রাউন্ড রবিন ফরম্যাটের হওয়ায় এমনিতেই টুর্নামেন্টের দৈর্ঘ্য বেড়ে গিয়েছে। তার উপরে আলাদা করে গ্রুপ লিগের জন্য রিজার্ভ ডে রাখলে বিশ্বকাপের দৈর্ঘ্য আরও বাড়ত এবং সেটা এই টুর্নামেন্টকে আরও জটিলতর করে তুলতো।’’ লিগের খেলায় রিজার্ভ ডে রাখা না হলেও নক আউট পর্বে রাখা হয়েছে রিজার্ভ ডে। পয়েন্ট ভাগাভাগি হওয়ার প্রভাব এখনই টের পাওয়া যাবে না। গ্রুপ স্টেজের শেষের দিকে বোঝা যাবে এই পয়েন্ট ভাগের গুরুত্ব। পয়েন্ট তালিকায় একে অপরের ঘাড়ের কাছে যখন নিঃশ্বাস ফেলবে, তখন বৃষ্টির কারণে পয়েন্ট নষ্ট হওয়ার জন্য হাহুতাশ করতে পারে দলগুলো।গত কয়েকদিন ধরেই নটিংহ্যামে চলছে বৃষ্টি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন