
মিঠুন মন্ডল : কোর্টনি ওয়ালশ স্যারের ছাত্র গুলা কি অলাস,নাকী কোনটাই ছাত্র হিসাবে ভালো না, নাকী স্যার তাহলে ভাল শিক্ষা দিতে ব্যার্থ হচ্ছে ? বার বার টাইগারদের পেস আক্রমণ ব্যার্থ হচ্ছে,কাটার মোস্তাফিজ, স্পিড স্টার তাসকিন, রুবেল,ক্যাপ্টেন ম্যাশ কেউ নেউ ছন্দে। নেই কোন সাফল্য, বোলিং এ নেই কোন বৈচিত্র্য, সময়ের ব্যাধানে হারিয়ে যেতে চলেছে পুরাতন সব অগ্রগতি।মূল সমস্যা টা কোথায়? স্যারের না ছাত্রের? একটা প্রবাদ আছে ক্লাসে ভাল ছাত্র হলে নাকী অনেক সময় পরবর্তীতে ভালো শিক্ষক হওয়া যায় না। সেই টাই কি ওয়ালশের কপালে ছিলো।