News71.com
 Sports
 27 Jun 17, 12:01 AM
 664           
 0
 27 Jun 17, 12:01 AM

ভারত নয় শ্রীলঙ্কান কিংবদন্তি জয়াবর্ধনের সমস্ত মনোযোগ বিপিএলে খুলনা টাইটান্সের প্রতি

ভারত নয় শ্রীলঙ্কান কিংবদন্তি জয়াবর্ধনের সমস্ত মনোযোগ বিপিএলে খুলনা টাইটান্সের প্রতি

স্পোটস ডেস্কঃ ভারত নয়;খুলনার প্রতিই মনযোগ শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেল জয়াবর্ধনের। অনিল কুম্বলের পদত্যাগ আর নতুন কোচ নিয়োগ নিয়ে টালমাটাল অবস্থা চলছে ভারতীয় ক্রিকেটে। নতুন কোচ হিসেবে শোনা যাচ্ছে অনেকের নাম। তাদের মধ্যে আছেন শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে। লঙ্কান ক্রিকেটের স্বর্ণযুগের অন্যতম এই কারিগর অবশ্য তথ্যটি সঠিক নয় বলে জানালেন। পাশাপাশি বললেন,ভারতের কোচ হওয়ার চেয়ে এখন বিপিএল দল খুলনা টাইটান্সের প্রতিই মনযোগ তার।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরে নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করে খুলনা টাইটান্স। জাতীয় দলের ক্রিকেটার মাহমুদ উল্লাহ রিয়াদের দারুণ অধিনায়কত্ব এবং নৈপূণ্যে শেষ চারে উঠে চমক জাগায় দলটি। এর পেছনে আছে মাহেলার কোচিংয়ের অবদান। খুলনা টাইটান্স ছাড়াও জয়াবর্ধনে আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হিসেবেও দায়িত্ব পালন করছেন। মুম্বাইকে এবার শিরোপাও এনে দিয়েছেন তিনি। তাই ভারতের জাতীয় দলের কোচ হওয়ার দৌঁড়ে অনেকটা এগিয়ে আছেন মাহেলা।

কিন্তু লঙ্কান ক্রিকেট শিল্পী সোশ্যাল সাইট টুইটারে বললেন,ভারতের কোচ হওয়া নিয়ে আমাকে ঘিরে যে গুঞ্জন তৈরি হয়েছে তাতে মজা লাগছে। কিন্তু আমার পক্ষে এখন পূর্ণকালীন সময়ে কোচ হিসেবে কাজ করা সম্ভব নয়। আমি মুম্বাই ইন্ডিয়ানস আর খুলনার প্রতি পূর্ণ দায়বদ্ধ। বর্তমানে এখানেই আমার সম্পূর্ণ মনোযোগ।

উল্লেখ্য,এর আগে বিপিএলে সাকিব আল হাসানের দল ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেছেন মাহেলা। গত আসর থেকে কোচ হিসেবে দায়িত্ব পেয়ে তিনি বেশ উপভোগ করছেন বিপিএল। তাছাড়া জাতীয় দলের কোচিং করানো মানে আপনাকে একটি পূর্ণকালীন চাকরি করতে হবে। কিন্তু টি-টোয়েন্টি লিগগুলোর কোচ হওয়ার সুবিধা হলো,এখানে সারাবছর ব্যস্ত থাকতে হয় না। মাস দুই-তিনেক সময় দিলেই চলে। বাকীটা সময় পরিবারের সাথে আনন্দে কাটানো যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন