News71.com
 Sports
 24 Jun 17, 08:10 PM
 738           
 0
 24 Jun 17, 08:10 PM

ডাব্লিউ ডাব্লিউ ই-তে লড়বেন প্রথম ভারতীয় নারী কবিতা দেবী।।

ডাব্লিউ ডাব্লিউ ই-তে লড়বেন প্রথম ভারতীয় নারী কবিতা দেবী।।

স্পোটস ডেস্কঃ ডাব্লিউ ডাব্লিউই (WWE) শুরু হলেই ছেলে-বুড়ো আগ্রহ নিয়ে বসে পড়েন টেলিভিশনের সামনে। ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের জনপ্রিয়তা আকাশছোঁয়া। সেখানে ভারতীয় বলতে দ্য গ্রেট খালি বা জিন্দর মহলের মতো রেসলারদেরই দেখা যায়। কিন্তু এবার বদলে যাচ্ছে পরিস্থিতি। গীতা ফোগাট,সাক্ষী মালিকদের মতো তিনিও ভারতকে গর্বিত করেছিলেন। সাফ গেমসে স্বর্ণপদক পেয়ে দেশের নাম উজ্জ্বল করেছিলেন বিশ্বের মঞ্চে। প্রাক্তন পাওয়ারলিফটার কবিতা দেবী প্রথম ভারতীয় মহিলা হিসাবে WWE-এর রিংয়ে উঠতে যাচ্ছেন। হরিয়ানার এই জাটনি' এবার বিশ্বের বড় বড় রেসলারদের সঙ্গে নিজের কুস্তির মারপ্যাঁচ দেখাবেন।

প্রাক্তন ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্ট (WWE) চ্যাম্পিয়ন খালির কুস্তি একাডেমিতেই কঠোর পরিশ্রম করে উঠে এসেছেন কবিতা। গত বছর এপ্রিলে WWE এর দুবাইয়ের একটি টুর্নামেন্টে অংশগ্রহণ করে সবার নজরে আসেন। নিজের পারফর্মেন্স দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন কবিতা। স্কুলে বেশ নামকরা কবাডি খেলোয়াড় ছিলেন তিনি। ২০১৬ সালে সাফ গেমসে পাওয়ারলিফটিং ইভেন্টে ৭৫ কেজি বিভাগে সোনা জেতেন। একটি বিশেষ ধরনের প্যাঁচ দিয়ে প্রতিপক্ষকে মাটিতে ফেলতেও ওস্তাদ তিনি। হরিয়ানার সশস্ত্র সীমা বল বা এসএসবি'র কনস্টেবল কবিতা কিছুদিন আগে বি বি বুল বুল নামে এক মহিলা রেসলারের সঙ্গে তার লড়াইয়ের একটি ভিডিও ইউটিউবে আপলোড করেন দিলীপ সিং ওরফে খালি। কন্টিনেন্টাল রেসলিং এন্টারটেনমেন্ট (CWE) এর সেই ভিডিওতে দেখা যায় মহিলা রেসলারের সঙ্গে সালোয়ার-কামিজ পরে লড়াই করছেন কবিতা। মূহূর্তে তা ভাইরাল হয়ে যায়।

এই ভিডিওই তাঁকে WWE এ খেলার সুযোগ করে দেয়। মে ইয়ং ক্লাসিক নামে সিঙ্গল এলিমিনেশন টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেন তিনি। গোটা বিশ্বের সেরা ৩২ জন প্রতিযোগী এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে। WWE এর ট্যালেন্ট ডেভলপমেন্টের ভাইস প্রেসিডেন্ট ক্যানিয়ন সিমান কবিতার পারফর্মেন্স দেখে উচ্ছ্বসিত। জানিয়েছেন,দুবাই ট্রাই আউটে দারুণ খেলেছেন কবিতা। কবিতার মতো দৃঢ়চেতা মহিলাদেরই দরকার এই পেশায়। প্রথম ভারতীয় মহিলা হিসাবে এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করে আপ্লুত কবিতা নিজেও। গর্বিত ভারতীয় হিসাবেই এই টুর্নামেন্টে খেলতে পেরে গোটা দেশের মহিলাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করতে চান বলে জানিয়েছেন তিনি।

WWE এর ইতিহাসে সেরার সেরা মহিলা রেসলার তথা 'হল অফ ফেম'এ অন্তর্ভুক্ত সুপারস্টার জনি মে ইয়ংয়ের সম্মানেই এই টুর্নামেন্টের নামকরণ হয়। জুলাইয়ের ১৩-১৪ তারিখ ফ্লোরিডার অরল্যান্ডোয় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সেখানেই গোটা বিশ্ব দেখবে ভারতীয় কবিতার কুস্তির মারপ্যাঁচ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন