News71.com
 Sports
 14 Jun 17, 02:50 PM
 652           
 0
 14 Jun 17, 02:50 PM

চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটে দক্ষিন আফ্রিকার চেয়েও বাংলাদেশকে মোকাবেলা কঠিন মনে করেন সাবেক সফল ভারতীয় অধিনায়ক গাঙ্গুলি  

চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটে দক্ষিন আফ্রিকার চেয়েও বাংলাদেশকে মোকাবেলা কঠিন মনে করেন সাবেক সফল ভারতীয় অধিনায়ক গাঙ্গুলি   

স্পোর্টস ডেস্কঃ ক্রিকেট মাঠে দক্ষিণ আফ্রিকার চেয়ে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মনে করছেন সৌরভ গাঙ্গুলি। কাগজে-কলমে প্রোটিয়াদের চেয়ে টাইগররা দুর্বল হলেও লড়াইয়ে ক্ষমতা বাংলাদেশের বেশি বলে মনে করেন ভারতের সাবেক অধিনায়ক। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে প্রতিবেশি দুই দেশ ভারত ও বাংলাদশে। ১৫ই জুন বার্মিংহ্যামের এজবাস্টনে অনুষ্ঠিতব্য ম্যাচটি নিয়ে আলোচনা এখন তুঙ্গে। টুর্নামেন্ট শুরুর আগে ভারতের বিপক্ষে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলে বাংলাদেশ। ওই ম্যাচে টাইগাররা ২৪০ রানের বিশাল ব্যবধানে হারে।

৩২৫ রান সামনে নিয়ে মাত্র ৮৪ রানে অলআউট হয় বাংলাদেশ। অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রপির গ্রুপপর্বের নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামে ভারত। ওই ম্যাচটিতে প্রবল দাপট দেখিয়ে ভারত ৮ উইকেটে জেতে। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে নিজেদের সর্বশেষ ম্যাচে বড় জয় দেখেছে ভারত। কিন্তু সেমিফাইনালে প্রোটিয়াদের চেয়ে টাইগারদের শক্ত প্রতিপক্ষ মানতে দ্বিধা করছেন না গাঙ্গুলি। তিনি বলেন, ‘ক্রিকেটে স্নায়ু যুদ্ধে পাকিস্তানের চেয়ে দক্ষিণ আফ্রিকা অনেক পিছিয়ে। ভারত দারুণ লড়াই করছে। এমন আবহাওয়া ও কন্ডিশনে দক্ষিণ আফ্রিকা শক্তিশালী হলেও তাদের পারফরম্যান্স ছিল হতাশাজনক।

সেমিফাইনালে বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘কাগজে কলমে বাংলাদেশ দুর্বল হলেও তারা আফ্রিকানদের থেকে ভালো লড়াই করবে। তাদের ভাল ব্যাটসম্যান রয়েছে। তারা স্পিন ভাল খেলে। তাদের বোলাররাও অনেক ভাল বল করছে।’ বাংলাদেশ ভাল করলেও ভারতের বিপক্ষে তারা কতটুকু করতে পারবে তা নিয়ে তিনি সন্দিহান, ‘তবে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা ভারতকে বাংলাদেশ রুখতে পারবে কি না তা আমি নিশ্চিত নই। ভারত পেশাদারিত্বের দিক থেকে অনেক এগিয়ে। বাংলাদেশকে ভারতীয় দলকে সামাল দিতে অনেক কঠিন হবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন