
স্পোটস ডেস্কঃ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ১০০ জন অ্যাথলেটের তালিকা তৈরি করেছে ইএসপিএন। এই তালিকার ১ নম্বরে রয়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপরেই লেব্রন জেমস, লিওনেল মেসি ও রজার ফেদেরাররা আছেন এই তালিকায়। বেশ অবাক করা ব্যাপার হলো, তালিকায় স্থান পেয়েছেন ভারতের ৪ সুপারস্টার ক্রিকেটার! এর মধ্যে বিস্মৃতপ্রায় সুরেশ রায়নাও আছেন!
তালিকায় ভারতের বাকী তিন ক্রিকেটার হলেন বর্তমান অধিনায়ক বিরাট কোহলি, সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং ক্যারিয়ারের শেষপ্রান্তে দাঁড়িয়ে থাকা হার্ডহিটার যুবরাজ সিং। তবে এই তালিকায় বাংলাদেশের কোনো ক্রীড়াবিদের স্থান হয়নি। রায়না সর্বশেষ টেস্ট এবং ওয়ানডে খেলেছেন ২০১৫ সালে। চলতি বছর আচমকা ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে দেখা গিয়েছিল তাকে।
গত বছর থেকেই ইএসপিএন এই তালিকা বানানোর কাজ শুরু করেছে। ইএসপিএন ডিরেক্টর অফ স্পোর্টস অ্যানালিটিকস বেন আলামার একটি ফর্মুলায় এই তালিকা তৈরি করেন। সেখানে এনডোর্সমেন্ট, সোশাল মিডিয়া রিসার্চ ও অনান্য পরিসংখ্যানের মাধ্যমেই একটি র্যাং্কিং সিস্টেম করা হয়। এই তালিকার ১৩ নম্বরে আছেন কোহলি। ২ ধাপ পরে ১৫ নম্বরে আছেন ধোনি। তালিকার ৯০ তম স্থানে রয়েছেন হার্ডহিটার যুবরাজ সিং। এবং ৯৫ নম্বরে দাঁড়িয়ে সুরেশ রায়না। সেরা ১০০ জনের তালিকায় শীর্ষ ১০ ক্রীড়াবিদ হলেন যথাক্রমে- ক্রিশ্চিয়ানো রোনালদো,লেব্রন জেমস,লিওনেল মেসি,রজার ফেদেরার,ফিল মাইকেলসন,নেইমার,উসাইন বোল্ট,কেভিন ডুরান্ট,রাফায়েল নাদাল এবং টাইগার উডস।