
স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তৃতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে আজ শুক্রবার মাঠে নামছে ছয়টি দল। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মোকাবেলা করবে ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিকেএসপির তিন নম্বর মাঠে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে কলাবাগান ক্রীড়া চক্রের। আর চার নম্বর মাঠে খেলাঘর সমাজকল্যাণ সমিতির বিপক্ষে লড়বে পারটেক্স স্পোর্টিং ক্লাব।
প্রথম ম্যাচে করুণ হারের পর দ্বিতীয় ম্যাচে কলাবাগানের বিপক্ষে তামিম ইকবালের দুর্দান্ত সেঞ্চুরিতে দারুণ জয় পেয়েছে মোহামেডান। ফলে তৃতীয় রাউন্ডের ম্যাচে আত্মবিশ্বাস ফিরে পায় দলটি। তবে আগের দুই ম্যাচের দুটিতেই জয় তুলে দারুণ আত্মবিশ্বাসী প্রাইম ব্যাংকও। তাই ফতুল্লায় জমজমাট লড়াই প্রত্যাশা করছে ক্রিকেটভক্তরা।
বিকেএসপিতে ভিক্টোরিয়া ও কলাবাগানের ম্যাচে চোখ থাকবে মোহাম্মদ আশরাফুলের দিকেই। আগের দুই ম্যাচের দুটিতেই হেরে দলদুটি। অপর ম্যাচে লড়বে প্রথম বিভাগ থেকে উঠে আসা দুটি দল পারটেক্স ও খেলাঘর। আগের ম্যাচে হেরেছে এ দলদুটিও। তাই প্রথম পয়েন্টের লক্ষ্যেই লড়াই হবে বিকেএসপিতে।