News71.com
 Sports
 11 Apr 17, 02:39 PM
 658           
 0
 11 Apr 17, 02:39 PM

চাপ তৈরি না হলে ওয়ানডে চালিয়ে যাওয়ার কথা বললেন মাশরাফি

চাপ তৈরি না হলে ওয়ানডে চালিয়ে যাওয়ার কথা বললেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক : টেস্ট ও টি-টেয়োন্টিকে বিদায় বললেও ওয়ানডে চালিয়ে যাওয়ার কথা বলেছেন তিনি। সম্প্রতি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে আবারো সেটাই জানিয়ে দিলেন ম্যাশ। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল এ অধিনায়ক জানান, ক্রিকেটকে এখনও উপভোগ করছেন তিনি। আরও কিছুদিন ওয়ানডে চালিয়ে যাবেন। তবে, যদি কোনো কারণে চাপ তৈরি হয়, তবে ওয়ানডেকেও বিদায় বলবেন নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি।

ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে মাশরাফি জানান, ‘আমি ওয়ানডে ক্রিকেট উপভোগ করছি। টেস্ট ও টি-টোয়েন্টিতে আমরা ধীরভাবে এগোচ্ছি। কিন্তু ওয়ানডেতে র‌্যাংকিংয়ে দশ থেকে একলাফে সাত নম্বরে এসেছি। ওয়ানডেতে আমরা বড় একটি ধাপ পার হয়েছি। বেশ কিছু খেলোয়াড়ের দারুণ পারফরমেন্সের কারণে এটি সম্ভব হয়েছে। আমি এখনও ওয়ানডে উপভোগ করছি এবং বিবেচনাযোগ্য সময় পর্যন্ত তা চালিয়ে যেতে চাই। তবে সব সময় একটা পর্যায়ে থাকা কঠিন, বিশেষ করে বাংলাদেশে। তারপরও আশা করছি আমি খেলা চালিয়ে যেতে পারব। কিন্তু, যদি আমার জন্য খেলা চালিয়ে যাওয়া কঠিন এবং চাপ তৈরি হয় তখন আমি অন্য কোনো সিদ্ধান্ত নেব।’

এ সময় মাশরাফি কথা বলেছেন ২০১৫ সালের বিশ্বকাপ নিয়ে। কথা বলেছেন ক্রিকেট ক্যারিয়ারের শুরুর দিকের প্রসঙ্গে। মোস্তাফিজ, তাসকিন, রুবেল সহ আগের পেসারদের প্রসঙ্গে তিনি জানান, ‘মোস্তাফিজ নতুন বলের চেয়ে কিছুটা পুরোনো বলে দুর্দান্ত ডেলিভারি দিতে পারে। কারণ তার কাটারগুলো দারুণ। ১০ ওভার শেষে তাসকিন আর রুবেল ভালো বল করে। তারা যখন আউট সাইডে দুইজন এক্সট্রা ফিল্ডার পায় তখন দারুণ সক্রিয় ভূমিকা রাখে। সৈয়দ রাসেল, তাপস বৈশ্য আর মঞ্জুরুল ইসলামরা নতুন বলে ভালো করেছে।’

প্রসঙ্গত, শ্রীলঙ্কা সফরের প্রথম টি-টোয়েন্টিতে টস করতে নেমে মাশরাফি ক্রিকেটের এই ফরমেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন। নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ ম্যাচে টাইগাররা তাদের দলপতিকে দারুণ এক জয় উপহার দেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন