
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর ম্যানেজার ও সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, দেশসেরা পেসার মাশরাফি বিন মুর্তজাকে শুধু টি -টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার অনুরোধ করেছিল বিসিবি। অবসর নেয়ার সিদ্ধান্ত ছিল তার ব্যক্তিগত। রবিবার (৯ এপ্রিল) সাংবাদিকদের এ কথা জানান সুজন। প্রসঙ্গত, শ্রীলংকার বিপক্ষে প্রথম টি -টোয়েন্টি ম্যাচে মাঠে নামার আগে হঠাৎ অবসরের ঘোষণা দেন মাশরাফি। জানান, শ্রীলংকার বিপক্ষেই শেষবারের মতো টি-টোয়েন্টির জার্সি গায়ে দেখা যাবে তাকে।
মাশরাফির হঠাৎ অবসর মেনে নিতে পারেননি তার ভক্তরা। দেশজুড়ে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফিকে ফিরিয়ে আনার আন্দোলন শুরু হয়। তাছাড়া মিরপুর স্টেডিয়াম ও নড়াইলে মাশরাফির জন্য আন্দোলনও করেন অনেকেই। টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ওয়ানডে ম্যাচ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন মাশরাফি। অবসরের ঘোষণা দেয়ার পর মাশরাফি জানিয়েছিলেন, টি-টোয়েন্টি তিনি কখনও এনজয় করেননি। বিসিবি তার ওপর দায়িত্ব দিয়েছিল।