
স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা সফরে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে খোলামেলা আলোচনায় সিনিয়ার ক্রিকেটাররা পারিশ্রমিক বাড়ানোর কথা জানিয়েছিলেন। বোর্ড সভাপতিও আশ্বস্ত করেছিলেন আগামী বোর্ড সভায় ক্রিকেটারদের বেতন বাড়ানোর বিষয়ে পরিচালকদের নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিবেন। আজ রবিবার (৯ এপ্রিল) মুশফিকুর রহিম গণমাধ্যমের সামনে জানালেন পারিশ্রমিক বাড়ানোর কথা। রবিবার মিরপুর হোম অব ক্রিকেটে ঢাকা প্রিমিয়ার লিগে দলবদল করতে এসে মুশফিকুর রহিম বলেন,‘আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি। জাতীয় দলে খেলা তো অবশ্যই গৌরবের। জাতীয় দলে আমরা ৮-১০ মাস ব্যস্ত থাকি। আমি মনে করি জাতীয় দলের পারিশ্রমিক যদি (ঢাকা প্রিমিয়ার লিগের মতো) হতো, তাহলে ভাল হতো। ঢাকা প্রিমিয়ার লিগ ও বিপিএল আমাদের জন্য অনেক বড় একটা আর্থিক দিক। দশ-এগারো বছর খেলার পর মনে হচ্ছে অনেক কিছুই নেই, অনেক কিছু করার এখনও বাকি আছে।’
ঢাকা প্রিমিয়ার লিগে এবার ম্যাচ অনুযায়ী পারিশ্রমিক নিচ্ছেন জাতীয় দলের তারকা ক্রিকেটাররা। ম্যাচ প্রতি ৫ লাখ টাকা করে লিজেন্ডস অব রূপগঞ্জ থেকে পাবেন মুশফিকুর রহিম। বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় দলের ক্রিকেটারদের মাসিক পারিশ্রমিক দিয়ে থাকে বোর্ড। অধিনায়কত্ব ভাতাসহ সর্বোচ্চ বেতন পেয়ে থাকেন মুশফিকুর রহিম ও মাশরাফি বিন মর্তুজা। এরপরই আছেন তামিম ও সাকিব। এরপর মাহমুদউল্লাহ রিয়াদ। এদিকে টানা সিরিজে ব্যস্ত থাকায় চলতি বছরের শুরুতে বিসিবির সঙ্গে নতুন চুক্তি এখনো হয়নি ক্রিকেটারদের। এ কারণে বেতন পাওয়া হয়নি ক্রিকেটারদের। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, নতুন কিছু বিষয় ক্রিকেটারদের চুক্তিতে যোগ হওয়ার কারণে চুক্তি হতে বিলম্ব হয়েছে। পাশাপাশি ক্রিকেটাররাও টানা সফর করছে। বোর্ড সভায় অনুমোদনের পরই ক্রিকেটাররা বেতন পেয়ে যাবেন।