
স্পোর্টস ডেস্ক : ছয় বছর পর প্রথমবার ফিফা র্যাংকিংয়ে শীর্ষে বসছে ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দী আর্জেন্টিনাকে সরিয়ে ফুটবল বিশ্বের ‘এক নম্বর’ দল হিসেবে ৬ এপ্রিল ঘোষিত হবে সেলেসাওদের নাম। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে উড়ছে ব্রাজিল। বাছাইপর্ব পেরিয়ে প্রথম দল হিসেবে তারা নাম লিখিয়েছে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে র্যাংকিংয়েও উন্নতি হচ্ছে ব্রাজিলের। ছয় বছর পর প্রথমবার তারা বসতে যাচ্ছে শীর্ষে। সেলেসাওরা এক নম্বরে উঠে যাওয়ায় দুইয়ে নেমে যেতে হবে আর্জেন্টিনাকে।
তিতে কোচ হওয়ার পর একেবারে বদলে গেছে ব্রাজিল। এই কোচের অধীনে নেইমাররা জিতেছে টানা ৯ ম্যাচ। সাফল্যের এই পথে ব্রাজিল গোল দিয়েছে ২৫ টি, বিপরীতে হজম করেছে মোটে ২ গোল। রাশিয়া বিশ্বকাপের জায়গাটা তাই আগেভাগেই দখল করে নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
১২ মাস শীর্ষে থাকা আর্জেন্টিনা নেমে যাচ্ছে দুই নম্বরে। বিশ্বকাপ বাছাইয়েও তারা নেই সুবিধাজনক জায়গায়। বলিভিয়ার বিপক্ষে হেরে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে নেমে গেছে। তার আগেই আবার দলের সেরা অস্ত্র লিওনেল মেসি নিষিদ্ধ হয়েছেন চার ম্যাচ।
শীর্ষ পাঁচে ঢুকে গেছে কলম্বিয়া। বলিভিয়া ও ইকুয়েডরের বিপক্ষে জয়ে সাত থেকে পাঁচ নম্বরে উঠে এসেছে হামেস রোদ্রিগেসরা। তাতে শীর্ষ পাঁচের চার দলই হবে লাতিন আমেরিকার। চার নম্বরে আগে থেকেই ছিল এই অঞ্চলের আরেক দল চিলি। লাতিনের বাইরের দল কেবল তিন নম্বরে থাকা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। শীর্ষ দশের বাকি দলগুলো যথাক্রমে-ফ্রান্স, বেলজিয়াম, পর্তুগাল, সুইজারল্যান্ড ও স্পেন।