
স্পোর্টস ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গেল মহেন্দ্র সিংহ ধোনির ‘আধার কার্ডে’র যাবতীয় তথ্য। যে সংস্থা আধারের জন্য তথ্য সংগ্রহ করেছিল, তারাই তা সোশ্যাল মিডিয়ায় ফাঁস করেছে বলে অভিযোগ করেন ধোনির স্ত্রী সাক্ষী। আধার কার্ড বা ইউনিক আইডেনটিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (ইউআইডিএআই) হলো এমন এক ব্যবস্থা, যাতে ভারত সরকার সরাসরিভাবে জনগণের কাছে ভর্তুকির অর্থ পৌঁছাতে পারে। এটা আমাদের দেশের জাতীয় পরিচয়পত্রের মতো একটি ব্যবস্থা, যেখানে ১২ ডিজিটের একটি গোপন নম্বর থাকে। ভারতের এই সেবাটি প্রদান করে থাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
ধোনি আধার কার্ড করানোর সময় সরকারি সংস্থা সিএসসি ই-গভর্ন্যান্স সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেড আধারের জন্য তার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করে। একটা ফর্মও পূরণ করানো হয় ভারতের সাবেক অধিনায়ককে দিয়ে। অভিযোগ, ওই সংস্থা তার পরই ধোনির ছবিসহ সমস্ত তথ্য টুইটারে ছেড়ে দেয়। এই ঘটনার পরই কেন্দ্রীয় আইন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে ওই সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে টুইট করেন সাক্ষী ধোনি। টুইটে তিনি লেখেন, এরপর কি আর কোনও গোপনীয়তা থাকল? আধারের সমস্ত তথ্য, এমনকী দরখাস্তও জনসমক্ষে আনা হল! আমি হতাশ।
পাল্টা টুইটে রবিশঙ্কর প্রসাদ ঘটনার উপযুক্ত তদন্তের আশ্বাস দেন। সাক্ষীকে তিনি টুইটে বলেন, ‘ধন্যবাদ, বিষয়টি আমার নজরে আনার জন্য। ব্যক্তিগত তথ্য শেয়ার করা বেআইনি। এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’আধার কার্ড নিয়ে প্রচারের জন্য ধোনিকে তাদের অ্যাম্বাসাডর হিসাবে মনোনীত করেছে সরকার। এই ঘটনার পর প্রশ্ন উঠেছে, যাকে সরকার আধারের প্রচারের জন্য মনোনীত করল, সেই ব্যক্তিরই যদি ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যায়, তা হলে বাকিদের নিরাপত্তা কোথায়?