News71.com
 Sports
 28 Mar 17, 10:52 PM
 705           
 0
 28 Mar 17, 10:52 PM

রেফারির সঙ্গে বাজে আচরণ করায় মেসি চার ম্যাচ নিষিদ্ধ

রেফারির সঙ্গে বাজে আচরণ করায় মেসি চার ম্যাচ নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক : সহকারী রেফারির সঙ্গে ‘বাজে আচরণ’ করায় চার ম্যাচ নিষিদ্ধ হয়েছেন লিওনেল মেসি। তাতে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার জার্সিতে গুরুত্বপূর্ণ সময়ে খেলতে পারবেন না বার্সেলোনা ফরোয়ার্ড। বিশ্বকাপ বাছাইয়ে সবশেষ ম্যাচ খেলেছে আর্জেন্টিনা চিলির বিপক্ষে। ওই ম্যাচ শেষে সহকারী রেফারিকে ‘অপমান করায়’ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফা চার ম্যাচ নিষিদ্ধ করেছে আলবিসেলস্তে অধিনায়ককে। বলিভিয়ার বিপক্ষে লা পাজের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফিফা ও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে খরবটি।

এই নিষেধাজ্ঞায় মেসি আর্জেন্টিনার হয়ে মঙ্গলবার দিবাগত রাতের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ ছাড়াও মিস করবেন উরুগুয়ে (৩১ আগস্ট), ভেনিজুয়েলা (সেপ্টেম্বর ৫) ও পেরুর (অক্টোরব ৫) বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোও।ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, আর্জেন্টিনা-চিলির বিশ্বকাপ বাছাইয়ে মেসির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। সহকারী রেফারিকে সরাসরি অপমান করে ফিফার আচরণগত নিয়ম লঙ্ঘন করায় নিষিদ্ধ হয়েছেন চার ম্যাচ। ফিফার ডিসিপ্লিনারি কমিটি এর আগের একই অপরাধের জন্য একই শাস্তি দিয়েছে। মেসিও তাই বাঁচতে পারেননি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন