News71.com
 Sports
 21 Mar 17, 12:56 PM
 712           
 0
 21 Mar 17, 12:56 PM

পর্তুগালে বর্ষসেরা ফুটবলার রোনালদো......

পর্তুগালে বর্ষসেরা ফুটবলার রোনালদো......

স্পোর্টস ডেস্ক : পর্তুগালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই সাথে ২০১৬ ‘প্লেয়ার অব দ্য ইয়ার’ জিতে নিয়েছেন সিআর সেভেন। এই পুরস্কারের দৌড়ে তিনি পেছনে ফেলেছেন নিজের সতীর্থ পেপে ও স্পোর্টি সিপির গোলরক্ষক রুই প্যাট্রিসিওকে। সোমবার (২০ মার্চ) কুইনাস ডি আওরো গালাতে অ্যাওয়ার্ডটি জিতেছেন রোনালদো।

গত মৌসুমটি দুর্দান্ত কাটিয়েছেন রোনালদো। যার ফলে জিতে নিয়েছেন ব্যালন ডি’অর এবং ফিফা বর্ষসেরার পুরস্কারও। গত বছর প্রথমে নগরপ্রতিদ্বন্দী অ্যাতলেটিকো মাদ্রিদকে হারিয়ে রিয়ালের হয়ে ১১তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতেন। পরবর্তীতে তারই নেতৃত্বে প্রথমবারের মতো ইউরো ২০১৬ জিতে পর্তুগিজরা।

এই পুরস্কার পেয়ে রোনালদো বলেন, ‘এটা আমার জন্য বিশেষ একটা বছর ছিল। কারণ ইউরো শিরোপাটা আমি তখন খুব মিস করছিলাম। আমি পর্তুগালের জনগণকে আবারও ধন্যবাদ জানাই, কারণ এই শিরোপাটি জিততে তারাই আমাদের আত্মবিশ্বাস দিয়েছে।’এছাড়া বায়ার্ন মিউনিখের পর্তুগিজ ফুটবলার রেনাতো সানচেজ বর্ষসেরা তরুণ ফুটবলারের খেতাব জিতেছেন। আর জাতীয় দলের কোচ ফার্নান্দো সান্তোস বর্ষসেরা কোচের পুরস্কার পেয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন