News71.com
 Sports
 20 Mar 17, 07:03 PM
 664           
 0
 20 Mar 17, 07:03 PM

হলুদ কার্ড পেয়ে এক ম্যাচ নিষিদ্ধ হলেন লিওনেল মেসি

হলুদ কার্ড পেয়ে এক ম্যাচ নিষিদ্ধ হলেন লিওনেল মেসি

 

স্পোর্টস ডেস্ক : লা লিগায় মৌসুমের পঞ্চম হলুদ কার্ডে এক ম্যাচের জন্য নিষিদ্ধ লিওনেল মেসি। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৪-২ গোলে জেতা ম্যাচে হলুদ কার্ড না দেখলে একটা অস্বস্তি নিয়েই মেসিকে গ্রানাডার মাঠে নামতে হতো। বলা হচ্ছে, সঠিক সময়েই নিষেধাজ্ঞার কবলে পড়েছেন বার্সার প্রাণভোমরা। হোম ম্যাচটিতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে জোড়া গোল (৪৫ ও ৫২ মিনিট) উদযাপন করেন মেসি। যার প্রথমটি আসে পেনাল্টি থেকে। ৮৬ মিনিটের মাথায় এ মৌসুমের পঞ্চম হলুদ কার্ডের দেখা পান আর্জেন্টাইন আইকন।

আগামী রোববার (২ এপ্রিল) স্বাগতিক গ্রানাডার মুখোমুখি হবে মেসিবিহীন বার্সা। খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১ টায়। তিনদিন পর সেভিয়া ম্যাচ (বুধবার রাত সাড়ে ১১ টায়)। এর আগে দেপোর্তিভো লা করুণা, অ্যাতিলেতিকো মাদ্রিদ, সেভিয়া ও ভ্যালেন্সিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন মেসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন