
নিউজ ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক শততম টেস্ট জয়ে টিম বাংলাদেশকে বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিজয়ী দলকে এক কোটি টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আজ রবিবার (১৯ মার্চ) শততম টেস্টে এসে নবম জয়ের দেখা পায় বাংলাদেশ। আর শ্রীলঙ্কার বিপক্ষে সাদা পোশাকে এটিই টাইগারদের প্রথম জয়।
এমন ঐতিহাসিক জয়ের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আনুষ্ঠানিকভাবে পুরো দলের জন্য এমন ঘোষণা দিয়েছেন। এর আগেও এমন কীর্তিতে বিশেষ ভাতা সুবিধা পেয়েছে টিম বাংলাদেশ। যার ধারাবাহিকতা এবারও বজায় থাকলো। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। উল্লেখ্য, কলম্বোতে দ্বিতীয় ও শেষ টেস্টে ৪ উইকেটের জয় পায় বাংলাদেশ। এই জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র হয়।