News71.com
 Sports
 18 Mar 17, 08:25 PM
 643           
 0
 18 Mar 17, 08:25 PM

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি এখন ঢাকায়.....

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি এখন ঢাকায়.....

স্পোর্টস ডেস্ক : জুনের ১ তারিখ থেকে ইংল্যান্ডে শুরু হওয়া আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির মূল ট্রফি এখন ঢাকায়। শনিবার (১৮ মার্চ) যমুনা ফিউচার পার্কে দর্শকদের জন্য উন্মোচিত করা হয় এটি। আগামীকাল রবিবার (১৯ মার্চ) তিন কেজি এক’শ গ্রামের এ সুদৃশ্য ট্রফিটি নেওয়া হবে মিরপুর স্টেডিয়ামে। ট্রফির সঙ্গে ফটোসেশনে থাকবেন দেশে থাকা জাতীয় দলের সদস্য ও  ক্রিকেট বোর্ড কর্মকর্তারা। দর্শকরাও এক ঝলক দেখতে পাবেন ট্রফিটি।

উল্লেখ্য, ১৯৯৮ সালে ঢাকাতেই আইসিসি নকআউট ট্রফি হিসেবে যাত্রা শুরু হয়েছিল এই প্রতিযোগিতার। ২০০০ সালে কেনিয়ায় একই নামে দ্বিতীয় আসর অনুষ্ঠিত হওয়ার পর ২০০২ সালে এর নাম পরিবর্তন করে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। ২০০৯ সাল পর্যন্ত এটি দুই বছর পরপর অনুষ্ঠিত হয়ে আসছিল। এর পর থেকে এটি চার বছরের ইভেন্ট হয়। আইসিসি র‌্যাংকিংয়ের শীর্ষ আট দল খেলে এই টুর্নামেন্ট। চারটি দলের দুটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল খেলে সেমিফাইনাল। টুর্নামেন্টটি জমজমাট প্রতিদ্বন্দিতার জন্য প্রশংসিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন