
স্পোর্টস ডেস্ক : শততম টেস্টে এসে সাকিবের পর মোসাদ্দেক তার অভিষেক টেস্টে বিরল এক রেকর্ডের মালিক হলেন। এমন শততম টেস্টে অভিষেকে হাফসেঞ্চুরি আছে কেবল একজনেরই। ইংল্যান্ড তাদের অভিষেক ম্যাচে ভরসা রেখেছিল জ্যাক শার্পের ওপর। ১৯০৯ সালে ইংল্যান্ড তাদের শততম ম্যাচটি খেলতে নেমেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে।ওই ম্যাচে ইংল্যান্ডের ব্যাটিং বিপর্যয়ের দিনে জ্যাক শার্প প্রথম ইনিংসে খেলেছিলেন ৬১ রানের ইনিংস। দ্বিতীয় ইনিংসে অবশ্য ১১ রানে আউট হয়েছিলেন।
শুক্রবার (১৭ মার্চ) বাংলাদেশের ৮৬তম ক্রিকেটার হিসেবে অভিষেক হয় মোসাদ্দেকের। নিজের অভিষেক ম্যাচে ১৩তম অভিষিক্ত ক্রিকেটার হিসেবে হাফসেঞ্চুরি স্পর্শ করার পর থেমে থাকেননি তিনি। ইতিহাস গড়তে শেষ পর্যন্ত লড়াই করে গেছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।শার্পকে টপকাতে মোসাদ্দেকের প্রয়োজন ছিল ৬২ রান। চা বিরতির কিছুক্ষণ পর রঙ্গনা হেরাথের বলে সিঙ্গেল নিয়ে শার্পকে ছুয়েছেন মোসাদ্দেক। এরপর আরও ১৩ রান যোগ করে আউট হন তিনি।
বিশ্বে শততম টেস্টে অভিষেক হওয়ার নজির আছে আরও ৮ টি। নবম ক্রিকেটার হিসেবে গত বুধবার মোসাদ্দেক নাম লিখিয়েছিলেন এই তালিকাতে। এ তালিকায় সর্বশেষ নাম জিম্বাবুয়ের কার্ল মুম্বার। দেশের হয়ে শততম টেস্টে অস্ট্রেলিয়ার অভিষেক হয়েছিল ৩ ক্রিকেটারের। তার কেউই শততম টেস্টে নিজেদের অভিষেক ম্যাচে সেভাবে আলো ছড়াতে পারেননি।
১৯৫২ সালে খেলা অভিষেক ম্যাচে অস্ট্রেলিয়া এক ইনিংস ব্যাটিং করে। প্রথম ইনিংসে ব্যাট করা বার্লো কারক্রিক ৪, সিড ইমেরি ১ ও ক্লাউডি জেনিংস ৩২ রান করেছিলেন। এছাড়া বল হাতে সিড ইমরে একটি উইকেটও নিয়েছিলেন। এছাড়া শ্রীলঙ্কার দিলহারা ফার্নান্ডো, জিম্বাবুয়ের কার্ল মুম্বার, ওয়েস্ট ইন্ডিজের টনি ওয়াইটের শততম ম্যাচে অভিষেক হয়েছিল বোলার হিসেবে। বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে কেবলমাত্র অভিষেক হয়েছিল অস্ট্রেলিয়ার বার্লো কারক্রিক ও ক্লাউডি জেনিংস, ইংল্যান্ডের জ্যাক শার্প ও দক্ষিণ আফ্রিকার জ্যাক চিথামের।
অতীত তারকাদের মতোই শেষ উইকেটে সেঞ্চুরির জন্য শুভাশীষকে সঙ্গে নিয়ে বিস্ফোরক ব্যাটিংয়ে মনোযোগী ছিলেন মোসাদ্দেক। কিন্তু শেষ পর্যন্ত শততম টেস্টের অভিষেকে সেঞ্চুরি করার একমাত্র কীর্তিটা গড়া হয়নি মোসাদ্দেকের। যদিও শততম টেস্টের অভিষেক ব্যাটসম্যান হিসেবে ৭৫ রানের ইনিংস খেলে নতুন এক রেকর্ডের একমাত্র মালিক তিনি। সেঞ্চুরি পেলে রেকর্ডটা হয়তো ভিন্নভাবেই ঝলমলে করতো রেকর্ড বুকে। কিন্তু শেষ পর্যন্ত হয়নি। হেরাথের বলে স্টাম্পিং হয়ে সাজঘরে ফেরেন মোসাদ্দেক। যাওয়ার আগে ১৫৫ বলে ৭ চার ও ২ ছক্কায় ৭৫ রানের ইনিংস খেলে যান।
টেস্টে অভিষিক্ত বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এটা সপ্তম সর্বোচ্চ সংগ্রহ। সেঞ্চুরি মিস করা জাভেদ ওমর, তামিম ইকবাল ও নাজিমউদ্দিনের পরেই তার অবস্থান। অন্যদিকে অভিষেকে তিন সেঞ্চুরি পাওয়া ব্যাটসম্যান হচ্ছেন-আমিনুল ইসলাম বুলবুল, মোহাম্মদ আশরাফুল ও আবুল হাসান রাজু। ২১ বছর বয়সী মোসাদ্দেক হোসেন প্রথম শ্রেণির ক্রিকেটে ২১৩৫ রান করেছেন। নামের পাশে রয়েছে ৭ টি সেঞ্চুরি ও ৮ টি হাফ-সেঞ্চুরি। যার তিনটি আবার ডাবল সেঞ্চুরি। ৬৮.৮৭ গড় নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাটিং করা মোসাদ্দেকের অভিষেকটা দারুণ হলো বলতে হয়। তাই প্রথম ইনিংসের অভিজ্ঞতা পরবর্তী টেস্টগুলোতে নিয়ে যাবেন বলেই বিশ্বাস মোসাদ্দেক ভক্তদের।