News71.com
 Sports
 15 Mar 17, 07:14 PM
 635           
 0
 15 Mar 17, 07:14 PM

ব্যক্তিগত কারণ দেখিয়ে আইসিসি চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন মনোহর....

ব্যক্তিগত কারণ দেখিয়ে আইসিসি চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন মনোহর....

স্পোর্টস ডেস্ক : ২০১৬ সালের মে মাসে দুই বছরের মেয়াদে এই পদে আসীন হয়েছিলেন। আর দায়িত্ব নিয়েই ‘তিন মোড়ল’ তত্ত্বের বিলোপে কাজ করে আসছিলেন।  সেই লক্ষ্যে কাজও শুরু করেছিলেন।  আগামী আইসিসি সভাতেই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা ছিল। অথচ তার আগেই পদ থেকে সরে দাঁড়িয়ে বিস্ময়ের সৃষ্টি করেছেন তিনি।  এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে শুরু থেকেই মনোমালিন্য ছিল তার।

আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনকে দেওয়া চিঠিতে মনোহর লিখেছেন, ‘বোর্ডের সব কাজেই আমি সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। সিদ্ধান্ত নেওয়ার মতো বিষয়গুলোতে আমি পক্ষপাত থেকে দূরে ছিলাম। কিন্তু ব্যক্তিগত কারণে আমার পক্ষে এই পদ আর ধরে রাখা সম্ভব নয়। তাই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।  এই সময়ে আমাকে সহযোগিতার জন্য আইসিসির সব পরিচালক, ম্যানেজমেন্ট ও স্টাফকে ধন্যবাদ জানাই। আমি আইসিসির সুন্দর ভবিষ্যৎ কামনা করি।’

এর আগে ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধানের দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে তিনি ভারতের নামজাদা আইনজীবীও। প্রথম দফার পর ফের ২০১৫ সালে বিসিসিআই পদের প্রধান হিসেবে দায়িত্ব পান। সেই পদ থেকেও রহস্য সৃষ্টি করে পদত্যাগ করেছিলেন মনোহর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন