News71.com
 Sports
 24 Feb 17, 11:17 PM
 742           
 0
 24 Feb 17, 11:17 PM

দুবাই ওপেনের সেমিতে সানিয়া মির্জা ।।

দুবাই ওপেনের সেমিতে সানিয়া মির্জা ।।

স্পোর্টস ডেস্কঃ স্পিয়ার্স ও স্রিবোটনি জুটিকে ৬-২, ৭-৫ গেমে পরাজিত করে দুবাই ওপেনের সেমিফাইনালে উঠেছেন সানিয়া মির্জা-স্ট্রিকোভা জুটি। একই সঙ্গে কাতার ওপেনে আমেরিকান এই জুটি কাছে হারের প্রতিশোধও নিলেন ইন্দো-চেক জুটি। এদিকে, অনেকটা সহজ জয়ে টুর্নামেন্টের মহিলা ডাবলসের সেমিফাইনালে উঠায় খুশি সানিয়ারা। শেষ চারে তাদের প্রতিপক্ষ রুশ জুটি মাকারোভা ও এলেনা ভেসনিনা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন