
স্পোর্টস ডেস্ক: অ্যাকশন শুধরে আন্তর্জাতিক ক্রিকেটে আবার বোলিংয়ের ছাড়পত্র পাওয়ার দুই মাস পেরোতে না পেরোতেই আবার প্রশ্নবিদ্ধ হলো আরাফাত সানির বোলিং অ্যাকশন। খুলনা টাইটানসের ক্যারিবীয় পেসার কেভন কুপারের পর চলতি বিপিএলের দ্বিতীয় বোলার হিসেবে অভিযুক্ত হলেন রংপুর রাইডার্সের এই বাঁহাতি স্পিনার। বিপিএল টেকনিক্যাল কমিটির প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, ২৮ নভেম্বর রাজশাহী কিংসের বিপক্ষে ম্যাচেই সানির নির্দিষ্ট একটি ডেলিভারি সন্দেহজনক বলে নিজেদের প্রতিবেদনে উল্লেখ করেছেন আম্পায়াররা।
রাজশাহীর ইনিংসের ১৯তম ওভারের প্রথম ডেলিভারিটা একটু জোরের ওপরই করেছিলেন সানি। শুধু ওই একটি ডেলিভারি নিয়েই প্রশ্ন উঠেছে। অবশ্য কুপারের মতো খেলে যেতে বাধা নেই সানিরও। তবে জাতীয় দলের ক্রিকেটার হওয়ায় বিপিএল শেষ হওয়ার পর তাঁর অ্যাকশন আবার মূল্যায়ন করে দেখা হবে বলে জানিয়েছেন জালাল। যিনি আবার বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির প্রধানও, ‘যেহেতু ও জাতীয় দলের ক্রিকেটার, তাই বিপিএল শেষ হওয়ার ১৪ দিনের মধ্যে ওর অ্যাকশন যাচাই করে দেখব আমরা। সন্দেহজনক হলে ওকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়েও যেতে হবে।’ প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার পর পরীক্ষায় তাঁর বিরুদ্ধে আনা আম্পায়ারদের অভিযোগ প্রমাণিতও হয়েছিল। সুবাদে নিষিদ্ধ হওয়া সানিকে দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া অনুসরণ করতে হয়েছিল। অ্যাকশন শুধরে নেওয়ায় তিনি এমন মনোনিবেশ করেছিলেন যে শেখ জামাল ধানমণ্ডির হয়ে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের বেশ কিছু ম্যাচ খেলা থেকে নিজেকে বিরতও রেখেছিলেন। এরপর ব্রিসবেনে আবার পরীক্ষা দিয়ে গত ২৩ সেপ্টেম্বর পান আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ের ছাড়পত্র।