
স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ড বিপক্ষে হ্যামিল্টন টেস্টের বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ২১৬ রানে অলআউট হয়েছে পাকিস্তান। ফলে প্রথম ইনিংস থেকে ৫৫ রানের লিড পেয়েছে নিউজিল্যান্ড।
এই ইনিংসে ২৭১ রানে গুটিয়ে গিয়েছিলো কিউইরা। পাকিস্তানকে অলআউট করে দিয়ে দিনের শেষভাগে ব্যাট করার সুযোগ পেয়েছিলো নিউজিল্যান্ড। কিন্তু বৃষ্টির কারণে ১ বলের বেশি খেলা হয়নি। ফলে দ্বিতীয় ইনিংসে কোন রানও করতে পারেনি কিউইরা।
দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ৭৬ রান তুলেছিলো পাকিস্তান। তাই তৃতীয় দিনে পাকিস্তানকে দ্রুতই গুটিয়ে দেয়ার পরিকল্পনায় ছিলো নিউজিল্যান্ড। কিন্তু সেটি হতে দেননি বাবর আজম, উইকেটরক্ষক সরফরাজ ও সোহেল খান।
৩৪ রান নিয়ে দিন শুরু করে সেঞ্চুরির কাছাকাছি পৌঁছেও যান বাবর। কিন্তু লোয়ার-অর্ডার ব্যাটসম্যানদের সহযোগিতা না পেয়ে ৯০ রানেই অপরাজিত থেকে যান বাবর। আর সরফরাজ ৪১ ও সোহেল ৩৭ রান করেন। তাদের এমন তিনটি ইনিংসের কল্যাণে ২১৬ রানে গিয়ে থামে পাকিস্তান। নিউজিল্যান্ডের সবচেয়ে সফল বোলার ছিলেন পেসার টিম সাউদি। ৮০ রানে ৬ উইকেট নেন তিনি। বাসস
সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে) :
নিউজিল্যান্ড : ২৭১ ও ০/০. ০.১ ওভার (রাভাল ৫৫, ওয়াটলিং ৪৯*, সোহেল ৪/৯৯)।
পাকিস্তান : ২১৬/১০, ৬৭ ওভার (বাবর ৯০*, সরফরাজ ৪১, সাউদি ৬/৮০)।