স্পোর্টস ডেস্ক: গার্দিওলার ম্যানচেষ্টার সিটির জয়রথ ছুটছেই। শেষ পর্যন্ত কোচকে আশ^স্ত করতে পেরেছেন ইয়াইয়া টোরেও। আইভরি কোস্টের এই তারকা মিডফিল্ডারের দুই গোলেই ক্রিস্টাল প্যালেসেকে ২-১ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট আদায় করে নিয়েছে ম্যানচেস্টার সিটি।
অন্যদিকে সাউদাম্পটনের সাথে গোলশুন্য ড্র করে পয়েন্ট হারিয়েছে টেবিলের শীর্ষে থাকা লিভারপুল।
গার্দিওলার আর্শীবাদের বাইরে থাকা টোরেকে সিটি ম্যানেজার সর্বশেষ চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বে আগস্টে স্টুয়া বুখারেস্টের বিপক্ষে সুযোগ দিয়েছিলেন। কিন্তু অতীতের ভুল বোঝাবুঝির জন্য সিটি বসের কাছে ক্ষমা চেয়ে নিজেকে পুনরায় সুযোগের যোগ্য করে তুলেছিলেন টোরে। সে কারণেই হয়ত ১১ ম্যাচ পরে প্রথম প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেলেন টোরে।
৩৯ মিনিটে জোড়ালো শটে সিটিকে এগিয়ে দিয়ে নিজের যোগ্যতার প্রমাণও দেন। প্রথমার্ধে মাথায় আঘাত লেগে তারকা ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানি মাঠের বাইরে চলে গেলে তার খেসারত দিতে হয় সিটিকে। ৬৬ মিনিটে প্যালেস স্ট্রাইকার কনর উইকহ্যামকে আটকানো সম্ভব ছিলনা ক্লডিও ব্র্র্যাভোর। ৮৩ মিনিটে অবশ্য টোরে কোন ভুল করেননি। প্যালেস রক্ষণভাগকে সামলে নিয়ে নিজের দ্বিতীয় গোল করে সিটিকে দারুণ এক জয় উপহার দেন।
টোরের নায়কোচিত পারফরমেন্সে সিটি পয়েন্ট টেবিলে লিভারপুলের সাথে সমান থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। তবে রেডসরা সাউদাম্পটনের সাথে গোলশুন্য ড্র না করলে পয়েন্টের দিক থেকে হয়ত আরো এগিয়ে যেতে পারতো।
গত আট বছরে এবারের লিগে সবচেয়ে সফল ভাবে মৌসুম শুরু করেছে লিভারপুল। ১৯৯০ সালে সর্বশেষ লিগ শিরোপা জেতার স্মৃতিটাও এখন অনেকটাই মলিন।
এদিকে বব ব্র্যাডলির অধীনে সোয়ানসি সিটি গোডিসন পার্কে প্রথম জয়বীহিন থাকতে বাধ্য হয়েছে। এভারটনের সাথে ১-১ গোলেও ড্র’তেও অবশ্য তারা সন্তুষ্ট হয়েই মাঠ ছেড়েছে। ৪১ মিনিটে গিলফি সিগার্ডসনের আদায় করা পেনাল্টি থেকে দলকে নিজেই এগিয়ে দেন এই মিডফিল্ডার। ৮৯ মিনিটে অবশ্য সিমাস কোলম্যান কোনরকমে এভারটনকে রক্ষা করেন।