News71.com
 Sports
 14 Nov 16, 05:56 PM
 664           
 0
 14 Nov 16, 05:56 PM

মুস্তাফিজের কাঁধের স্ক্যানিং মঙ্গলবার

মুস্তাফিজের কাঁধের স্ক্যানিং মঙ্গলবার

নিউজ ডেস্ক :  কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে কাঁধের ইনজুরিতে পড়া মুস্তাফিজের প্রথম স্ক্যানিং আগামীকাল মঙ্গলবার (১৫ নভেম্বর)। মুস্তাফিজের ফিজিও বায়েজিদ ইসলাম খান এ কথা জানিয়েছেন।গেল ১১ আগস্ট লন্ডনের বুপা ক্রম ওয়েল হাসাপাতালে তার কাঁধে অস্ত্রপচার হয়।

বায়েজিদ ইসলাম জানিয়েছেন, এটি একটি রুটিন চেকআপ, তবে অপরারেশনের পরে এটাই প্রথম স্ক্যানিং। গত দুই সপ্তাহ সে বোলিং করেছে। অবস্থার কোনো পরিবর্তন হয়েছে কী না, সবকিছু ঠিকমতো যাচ্ছে কী না সেটা দেখতেই এই স্ক্যানিং করা হচ্ছে।

গেল জুনে সাসেক্সের হয়ে কাউন্টির ওয়ানডে ম্যাচের আগে অনুশীলনে কাঁধে চোট পান মুস্তাফিজ। দেশে ফিরে পুনর্বাসনের মধ্যে আছেন এই কাটার মাস্টার। পুনর্বাসন চলাকালীন সময়ে ইতোমধ্যেই দুই সপ্তাহ বল হাতে অনুশীলন করেছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন