
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে টসে হেরে ব্যাটিং করতে নেমে রাজশাহী কিংসকে ১৯৩ রানের টার্গেট দিলো বরিশাল বুলস। রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অধিনায়ক মুশফিকুর রহিমের অপরাজিত ৮১ ও শাহরিয়ার নাফীসের ৬৩ রানের উপর ভর করে ১৯২ রান সংগ্রহ করে বরিশাল। এটাই এবারের আসরের সর্বোচ্চ রান।
এদিন ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বরিশাল। দলীয় এক রানের মাথায় প্রথম উইকেট হারায় তারা। শূন্য রানে মুনাভিরার আউট হওয়ার পর ১৩ রানে ফিরে যান আরেক ওপেনার মালানও। এরপরই শাহরিয়ার নাফীসকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক মুশফিক।
তাদের পার্টনারশিপে যোগ হয় ১১২ রান। ব্যক্তিগত ৬৩ রানে নাফীস ফিরে গেলেও ব্যাটিং তাণ্ডব চালিয়ে যান মুশফিক। চার-ছক্কার মারে নেচে উঠে মিরপুরের গ্যালারি। সেঞ্চুরির খুব কাছাকাছিও গিয়েছিলেন টেস্ট দলের অধিনায়ক। শেষ দিকে পেরেরার ঝড়ো ২৪ রানের উপর ভর করে ১৯২ রানের বিশাল সংগ্রহ পায় বরিশাল।
রাজশাহীর হয়ে দুইটি উইকেট নেন ফরহাদ রেজা। এছাড়া অধিনায়ক ড্যারেন স্যামি নেন একটি উইকেট।