News71.com
 Sports
 11 Nov 16, 06:39 PM
 701           
 0
 11 Nov 16, 06:39 PM

সেলিব্রেটি ক্রিকেট লিগে মাঠে নামছেন শচীন-লারা

সেলিব্রেটি ক্রিকেট লিগে মাঠে নামছেন শচীন-লারা

নিউজ ডেস্ক: এবার  ক্রিকেট লিগে খেলবেন শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, বীরেন্দ্র শেহবাগরা। টুর্নামেন্টের সপ্তম সংস্করণে প্রাক্তন ক্রিকেটারদের খেলানোর পরিকল্পনা নিয়েছেন উদ্যোক্তারা। ইতোমধ্যেই অনেক ক্রিকেটারের সঙ্গেই কথা বলেছেন উদ্যোক্তারা।

যেসব সাবেক ক্রিকেটার চূড়ান্ত সম্মতি দিয়েছেন তাদের মধ্যে শচীন, লারা, শেহবাগ ছাড়াও আছেন জ্যাক ক্যালিস, জন্টি রোডস, অ্যান্ড্রু সাইমন্ডস, ড্যানিয়েল ভেট্টরি, কুমারা সাঙ্গাকারা ও জহির খান।

২০১৭-‌র জানুয়ারি-‌ফেব্রুয়ারিতে শুরু হবে এই প্রতিযোগিতা। খেলা হবে ভারতের হায়দরাবাদ, চেন্নাই, রাঁচি, বেঙ্গালুরুতে। বিনোদন জগতের তারকারাই এই লিগে অংশগ্রহণ করেন। এবার তাদের সঙ্গে যোগ দেবেন সাবেক এই ক্রিকেট তারকারাও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন