News71.com
 Sports
 27 Oct 16, 11:30 AM
 712           
 0
 27 Oct 16, 11:30 AM

ক্রিকেটার সৌরভের মতো এবার ধোনিকেও অপমান করলেন রবি শাস্ত্রী!

ক্রিকেটার সৌরভের মতো এবার ধোনিকেও অপমান করলেন রবি শাস্ত্রী!

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের টিম ডিরেক্টর রবি শাস্ত্রী যখন যা ইচ্ছে হয়, তাই যেন বলে ফেলেন । এর আগে একবার জাতীয় দলের কোচ নিয়োগ নিয়ে তর্কবিতর্ক তৈরি হয়েছিল সৌরভ গাঙ্গুলী ও শাস্ত্রীর মধ্যে। তখন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য করায় সমালোচনার ঝড়ও উঠেছিল তার বিরুদ্ধে।

তখন সৌরভও উচিত জবাব দিয়েছিলেন শাস্ত্রীকে। সৌরভ প্রথমে চুপ থাকলেও শেষে শাস্ত্রীকে উচিত জবাব দিতে ভুলেননি। শাস্ত্রী ও সৌরভ দু'জনের তর্কবিতর্ক এমন পর্যায় পৌঁছেছিল যে ভারতীয় ক্রিকেট বোর্ডকে শেষ পর্যন্ত তাদের মধ্যস্থতার উদ্যোগ নিতে হলো।

সম্প্রতি শাস্ত্রী আবারও আপত্তিকর মন্তব্য করে বসেন মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে। জানা যায়, সেদিন একটি ম্যাচ শুরুর আগে টসের সময়ে শাস্ত্রী গিয়ে ধোনিকে অযথা বললেন, ‘তুমি তো লক্ষ লক্ষ বছর ধরে খেলে চলেছ ।শাস্ত্রী মূলত ধোনিকে  বলতে চেয়েছেন, ‘তুমি দীর্ঘদিন ধরে খেলছ।’ শাস্ত্রীর এমন কথায় ধোনি অপমান বোধ করেন। এর আগেও একবার ২০০৭ সালে শাস্ত্রীর মন্তব্যে রেগেছিলেন ধোনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন