News71.com
 Sports
 27 Oct 16, 02:13 AM
 675           
 0
 27 Oct 16, 02:13 AM

ভারতে সড়ক দুর্ঘটনায় জাতীয় সাঁতারু এবং তার মায়ের মৃত্যু

ভারতে সড়ক দুর্ঘটনায় জাতীয় সাঁতারু এবং তার মায়ের মৃত্যু

নিউজ ডেস্কঃ মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল ভারতের জাতীয় পর্যায়ের প্রতিশ্রুতিশীল সাঁতারু সার্থক মিত্র এবং তার মা তুলিকা মিত্র। সোদপুর থেকে কোন্ননগর বাড়ি ফেরার পথে কামারহাটিতে এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যমসূত্রে জানা গেছে, মা-ছেলে স্কুটিতে যাওয়া পথে ট্রাক পিছন থেকে ধাক্কা দেওয়ার ফলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মারা যান সার্থক এবং তাঁর মা।

সার্থক চলতি বছর সাবজুনিয়র ন্যাশনালে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। প্রতিশ্রুতিশীল এই সাঁতারুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্য সংস্থার সচিব রামানুজ মুখার্জি সহ ক্রীড়া ব্যাক্তিত্বরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন