
নিউজ ডেস্কঃ ১৯৭০ সালের ব্রাজিলের ফুটবল দলের অধিনায়ক বিখ্যাত ডিফেন্ডার কার্লোস আলবার্তো তোরেস আর নেই। ৭২ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ব্রাজিলের এই কিংবদন্তি চলে গেছেন পৃথিবী ছেড়ে।
কার্লোস আলবার্তো ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলেছিলেন ৫৩ ম্যাচ। ডিফেন্ডার হয়েও গোল করেছেন ৮টি। তবে ১৯৭০ সালের ব্রাজিলের বিশ্বকাপজয়ী যে দলটিকে ফুটবলের ইতিহাসে সেরা দল হিসেবে আখ্যায়িত করা হয়, তার অন্যতম উপাদানই ছিলেন কার্লোস আলবার্তো তোরেস।
সর্বশেষ ২০০৫ সালে আজারবাইজানের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০১৪ বিশ্বকাপে ফিফা যে ছয় জনকে শুভেচ্ছা দূত হিসেবে মনোনীত করেছিলেন, তার মধ্যে কার্লোস আলবার্তো তোরেসও ছিলেন একজন।