News71.com
 Sports
 23 Oct 16, 11:29 PM
 657           
 0
 23 Oct 16, 11:29 PM

খেলার মধ্যে মেজাজ হারিয়ে দর্শকদের অশ্লীল গালাগাল করলেন জনপ্রিয় ফুটবলার লিওনেল মেসি ।।

খেলার মধ্যে মেজাজ হারিয়ে দর্শকদের অশ্লীল গালাগাল করলেন জনপ্রিয় ফুটবলার লিওনেল মেসি ।।

স্পোর্টস ডেস্কঃ খেলার মধ্যে মেজাজ হারালেন এলএম টেন! না, বিপক্ষের কোনও ফুটবলারের উপর নয়৷ ভ্যালেন্সিয়ার সমর্থকদের আচরণে তেলে বেগুনে জ্বলে উঠলেন লিওনেল মেসি ৷ গতকাল শনিবার স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়ার ঘরের মাঠেই ঘরের দলকে হারিয়েছে বার্সেলোনা৷ প্রায় ড্র হয়ে যাওয়া ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে জয় (৩-২) নিশ্চিত করেন বার্সা তারকা মেসি৷ আর তাতেই রেগে যায় ভ্যালেন্সিয়া ভক্তরা ৷

গোলের পর নেমার, মেসি, সুয়ারেজদের সেলিব্রেশনের মাঝেই গ্যালারি থেকে জলের বোতল উড়ে এসে নেমারের মাথায় লাগে৷ মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়েন ব্রাজিলীয় পোস্টার বয়৷ সতীর্থর এমন হাল দেখে রাগে গ্যালারির দিকে তেড়ে যান মেসি৷ সমর্থকদের কটাক্ষ করেন৷ তারপরই অবশ্য দলের বাকিরা তাঁকে শান্ত করেন ৷

খেলার মাঠে সচরাচর মাথা গরম করতে দেখা যায় না আর্জেন্টাইন সুপারস্টারকে৷ কিন্তু সতীর্থর কোনও ক্ষতি যে তিনি মেনে নেবেন না, তা বুঝিয়ে দিলেন৷ আর এই ঘটনাই মনে করিয়ে দিল, যে মেসি শুধু বিশ্বের সেরা ফুটবলারই নন, টিম ম্যানও বটে ৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন