News71.com
 Sports
 22 Oct 16, 02:14 PM
 656           
 0
 22 Oct 16, 02:14 PM

২০১৮ বিশ্বকাপ ফুটবলের মাসকট জাবিভকা  

২০১৮ বিশ্বকাপ ফুটবলের মাসকট জাবিভকা     

 

নিউজ ডেস্কঃ ২০১৮ বিশ্বকাপ ফুটবলের মাসকট হিসেবে নেকড়ে বাঘকে বেছে নিয়েছে রাশিয়া। এর নাম দেয়া হয়েছে ‘জাবিভকা’। রাশিয়ান ভাষায় এর অর্থ ‘যে গোল করতে পারে। আজ গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া এই মাসকটটিকে ‘মনোহর, আত্মবিশ্বাসী ও সামাজিক’ বলে অভিহিত করেছে ‘যেটির স্বপ্ন ফুটবল তারকা হওয়া’।  

মাসব্যাপী অনলাইন ভোটিংয়ের মাধ্যমে বাছাই প্রক্রিয়া সম্পন্ন করার পরে আজ  জনগনের সামনে মাসকট হিসেবে নেকড়েকে চূড়ান্তের ঘোষণা আসে। বিড়াল (২০ শতাংশ) ও বাঘকে (২৭ শতাংশ) পিছনে ফেলে সর্বাধিক ভোটের মাধ্যমে নেকড়েকেই (৫৩ শতাংশ) বেছে নেয়া হয়। এই ভোটিং প্রক্রিয়ায় প্রায় এক মিলিয়নেরও বেশি মানুষ অংশ নেয়। আগামী ২০১৮ সালে মস্কো, সেইন্ট পিটার্সবার্গ ও সোচি মিলিয়ে রাশিয়ার ১১টি শহরে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন