News71.com
 Sports
 19 Oct 16, 01:39 PM
 666           
 0
 19 Oct 16, 01:39 PM

কলকাতায় আসছেন ফরাসি স্ট্রাইকার থিয়েরি অঁরি

কলকাতায় আসছেন ফরাসি স্ট্রাইকার থিয়েরি অঁরি

 

নিউজ ডেস্ক : আগামী ২৫ অক্টোবর ভারতের কলকাতায় আসছেন সাবেক তারকা ফরাসি স্ট্রাইকার থিয়েরি অঁরি। ওই দিন রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে আতলেতিকো দে কলকাতা বনাম মুম্বাই সিটি এফসি ম্যাচের প্রধান আকর্ষণ হতে চলেছেন তিনি।

একটি আন্তর্জাতিক ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক সংস্থার উদ্যোগেই আর্সেনাল কিংবদন্তির আতলেতিকো দে কলকাতা বনাম মুম্বাই সিটি এফসি ম্যাচ দেখতে আসার সম্ভবনা উজ্জ্বল হয়ে উঠেছে।৩৯ বছর বয়সী অঁরি এই মুহূর্তে বেলজিয়াম জাতীয় দলের সহকারী কোচ। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগ ও ইপিএলে ধারাভাষ্যও দিচ্ছেন। তবে ২০ অক্টোবরের পরে চ্যাম্পিয়ন্সের লিগের ম্যাচ আবার ১ নভেম্বর। আর ২৩ অক্টোবরের পর ইপিএলেও টানা ছয়দিন খেলা নেই। তাই অঁরি ভারতে আসার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন বলে উদ্যোক্তাদের দাবি।

সংস্থার এক কর্মকর্তা বলেন, ‘‘মুম্বাই হয়ে ২৫ অক্টোবর সকালে কলকাতায় পৌঁছনোর কথা অঁরির। আমাদের বেশ কয়েকটি অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা তার। তারপর সন্ধ্যায় যাবেন রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে আতলেতিকো দে কলকাতা বনাম মুম্বাই সিটি এফসি ম্যাচ দেখতে।’’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন