
নিউজ ডেস্কঃ সাদা পোশাকে অভিষেকের অপেক্ষায় থাকা টাইগার পেসার তাসকিন আহমেদের আসন্ন টেস্ট সিরিজেই জাতীয় দলের ক্যাপ মাথায় উঠার সম্ভাবনা জেগেছিল। তবে, সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে আসছে সিরিজে তাসকিন আহমেদের টেস্ট খেলার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
ওয়ানডে আর টি-টোয়েন্টিতে দলের অপরিহার্য ক্রিকেটার হলেও সাদা পোশাকের টেস্টে এবার তাসকিনকে দেখা যাবে বলে নির্বাচকরাও জানিয়েছিলেন। তবে, তাসকিনকে নিয়ে কোনো রকমের ঝুঁকি নিতে রাজি নন হাথুরুসিংহে।
আজ দুপুরে জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে গণমাধ্যমকে এই আক্ষেপের কথা বলেন তিনি।
এর আগে তাসকিনকে টেস্ট স্কোয়াডের সম্ভাব্য খেলোয়াড়দের সঙ্গে অনুশীলনও করতে দেখা যায়। হঠাৎ করেই নির্বাচকরা তাকে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের স্কোয়াডে নিয়ে আসেন। এদিকে, মোস্তাফিজুর রহমান ইনজুরিতে রয়েছেন। সঙ্গে যোগ হয়েছে মোহাম্মদ শহীদের চোট। প্রথম প্রস্তুতি ম্যাচে রুবেল হোসেনকে রাখা হলেও নির্বাচকরা তার অফফর্ম নিয়ে চিন্তিত। তাই তাসকিনের উপর কিছুটা দায়িত্ব দিয়ে চেয়েছিল নির্বাচকরা।
তবে, বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে হাথুরুসিংহে জানান, ‘তাসকিন তার ক্যারিয়ারে এখনও টানা চারদিন মাঠে বোলিং-ফিল্ডিং করেনি এবং ১৫ ওভার করে বোলিংও করেনি। আপনি যদি সম্প্রতি কোনো চারদিনের ম্যাচ না খেলেন তাহলে আপনাকে দিয়ে দীর্ঘ পরিসরের কথা চিন্তা করা যাবে না। কারণ ১৫ ওভার বোলিংয়ের পাশাপাশি পুরোদিন ফিল্ডিং আপনার জন্য হবে নতুন অভিজ্ঞতা। তাই এটা তাসকিনের জন্যও একেবারেই নতুন। আমি কারো ক্যারিয়ার ধ্বংস করতে চাই না।’
কোচের এ মন্তব্যে হয়তো পরিষ্কার হয়ে গেছে, তাসকিন অনুশীলনে থাকলেও টেস্ট অভিষেক এখনি হচ্ছে না তার।
টেস্টে ২০ উইকেট তোলার মতো বোলিং কম্বিনেশন খুঁজছেন মন্তব্য করে বাংলাদেশের প্রধান কোচ জানান, ‘সত্যি কথা হলো এখনও আমি প্রতিপক্ষের ২০ উইকেট তুলে নেওয়ার মতো বোলিং কম্বিনেশন খুঁজে পাইনি। আমরা এখনও একজন লেগস্পিনার খুঁজছি। যে উইকেট নিতে পারে। তবে আমাদের যে স্পিনাররা আছে তারা অবশ্যই অনেক ভালো।’
২১ বছর বয়সী এই পেসার প্রসঙ্গে কোচ আরও যোগ করেন, ‘আপনারা হয়তো ভাবছেন তাসকিন সীমিত ওভারে ভালো করলেও সে টেস্টে নেমে ম্যাজিকাল কিছু করবে। এমনটি মোটেও না। বরং সেটি তার ক্যারিয়ারের জন্য হুমকি।’