News71.com
 Sports
 15 Oct 16, 10:55 AM
 695           
 0
 15 Oct 16, 10:55 AM

নিউজিল্যান্ড সিরিজেই পাওয়া যাবে কাটার মাষ্টার  মুস্তাফিজকে ।।

নিউজিল্যান্ড সিরিজেই পাওয়া যাবে কাটার মাষ্টার  মুস্তাফিজকে ।।

স্পোর্টস ডেস্কঃ চলতি ইংল্যান্ড সিরিজের পর বাংলাদেরশের পূর্ণাঙ্গ সিরিজ রয়েছে নিউজিল্যান্ডের সাথে। এই সিরিজ খেলতে বাংলাদেশ দল আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য আর এ সফর দিয়েই বাংলাদেশের বিস্ময় বালক মোস্তাফিজুর রহমান আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশা ব্যক্ত করেছেন। নিজের ফেসবুক পেজে এমনটাই জানিয়েছেন কাটার মাষ্টার মুস্তাফিজ।

অস্ত্রোপচারের পর ইংল্যান্ড থেকে দেশে ফেরার পর মুস্তাফিজ বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীর তত্ত্বাবধানে রয়েছেন। পূর্ণ বিশ্রাম, হালকা ব্যায়াম আর রিহ্যাবে চলছে তার পুনর্বাসন প্রক্রিয়া। তবে বিসিবির প্রধান চিকিৎসকের ধারণা ও বিশ্বাস, সব কিছু ঠিক থাকলে হয়তো ৫ মাসের মধ্যে সুস্থ্ হয়ে উঠতে পারেন মোস্তাফিজ। আর সে হিসেবে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলে থাকতেই পারেন দেশ সেরা এই পেসার। যদিও চিকিৎসক মুস্তাফিজকে পুরোপুরি সুস্থ হতে হলে ৪ থেকে ৬ মাস সময়সীমা বেঁধে দেয়।

উল্লেখ্য গত জুলাইয়ে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর অনুশীলন করতে গিয়ে নতুন করে ইনজুরিতে পড়েন মুস্তাফিজ। এরপর প্রখ্যাত সার্জন অ্যান্ড্রু ওয়ালেসের তত্ত্বাবধানে গত ১১ই আগস্ট লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে অস্ত্রোপচার করাতে হয় মুস্তাফিজুর রহমানকে। এর ফলে ঘরের মাটিতে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নাম হয়নি মুস্তাফিজের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন