
নিউজ ডেস্কঃ নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজ বাতিল করতে যাচ্ছে ভারত! এমন খবরেই এখন তোলপাড় ভারতের সংবাদ মাধ্যম। দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতি লোধা কমিটির সাথে দ্বন্দ্ব চলছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)।
এই কমিটি সম্প্রতি বিসিসিআইয়ের ব্যাংককে নির্দেশ দিয়েছে বিসিসিআইয়ের অ্যাকাউন্ড স্থগিত করতে। বিসিসিআইয়ের একজন শীর্ষ কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, এই অবস্থায় ভারত-নিউজিল্যান্ড সিরিজ বাতিল করা ছাড়া তাদের হাতে আর কোনো উপায় নেই। সিরিজের একটি টেস্ট ও ৫টি ওয়ানডে এখনো বাকি।