
স্পোর্টস ডেস্কঃ দীর্ঘ ৮ বছর পর বাংলাদেশ জাতীয় দলে ফিরলেন বাঁ হাতি স্পিনার মোশাররফ হোসেন। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলার জন্য তাকে দলে ডাকা হয়েছে। রুবেল হোসেনকে বাদ দিয়ে ১৪ জনের দলে ঢোকানো হয়েছে তাকে। মোশাররফ শেষ ওয়ানডে খেলেছেন ২০০৮ সালে ।
আফগানিস্তানের বিপক্ষ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ১ই অক্টোবর। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামেই ম্যাচ। সিরিজে এখন ১-১ এ সমতা। তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম ও মোশাররফ হোসেন ।