News71.com
 Sports
 24 Sep 16, 11:29 PM
 718           
 0
 24 Sep 16, 11:29 PM

হকিতে ভারতকে ৫-৪ গোলে হারালো বাংলাদেশ।।

হকিতে ভারতকে ৫-৪ গোলে হারালো বাংলাদেশ।।

স্পোর্টস ডেস্কঃ অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে ভারতকে ৫-৪ গোলে হারিয়ে দারুণ শুরু করেছে বাংলাদেশ। খেলায় আশরাফুল ইসলাম একাই করেছেন ৪ গোল।
 
আজকের ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল বাংলাদেশ। ভারতকে চাপে রেখে ১৬ মিনিটে এসে গেল প্রথম গোল। পেনাল্টি কর্নারে রাব্বির পুশে আশরাফুল ড্র্যাগ ফ্লিকে লক্ষ্যভেদ। ২০ মিনিটে ধারমিন্দর সিং পেনাল্টি স্ট্রোকে করলেন ১-১। ২৫ মিনিটে কনজেংবামসের ফিল্ড গোলে ভারত এগিয়ে যায় পিছিয়ে পড়া ম্যাচে।
 
৩০ মিনিটে আবারও আশরাফুল পেনাল্টি কর্নারে করলেন ২-২। গোলের ধারা চলতে থাকল এবং ৩৮ মিনিটে সেই পেনাল্টি কর্নারেই হ্যাটট্রিক পূর্ণ আশরাফুলের। কিন্তু নাটকীয়তার ওটাই শেষ নয় । ৪৯ মিনিটে হার্দিক সিং করলেন ৩-৩। এরপর রাব্বির ৫০ মিনিটে ৪-৩ করলে গোটা স্টেডিয়াম, নেচে ওঠে।
 
৫২ মিনিটে ভারতের দিলপিত সিং ৪-৪ করলে আরও জমে ওঠে ম্যাচ। জয়সূচক গোলটা এল ৬১ মিনিটে। নায়ক সেই আশরাফুল। শেষ কয়েক মিনিটে দাঁতে দাঁত চেপে লড়ে দারুণ এক জয়ই তুলে নিয়েছে বাংলাদেশ।  এর আগে ২০০৪ সালে ঢাকায় অনূর্ধ্ব-২১ চ্যালেঞ্জ কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল ভারতকে হারিয়ে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন