News71.com
 Sports
 22 Sep 16, 11:53 AM
 729           
 0
 22 Sep 16, 11:53 AM

ভারতের ক্রিকেট টিমের খেলোয়াড় যুবরাজ বিয়ে করছেন সুমনাকেই!

ভারতের ক্রিকেট টিমের খেলোয়াড় যুবরাজ বিয়ে করছেন সুমনাকেই!

নিউজ ডেস্ক: কপিলের শোয়ে সুমনার বাবা মশহুর গুলাটি পেশায় একজন চিকিৎসক। মশহুর তাঁর হাসপাতালের এমআরআই মেশিন উদ্বোধন করার জন্য আমন্ত্রণ করেন যুবিকে। আর ওই হাসপাতালে যুবি পা দেওয়ার সঙ্গে সঙ্গেই মশহুর তাঁর মেয়ে সুমনাকে এগিয়ে দেন যুবির দিকে। মালা হাতে সুমনা এগিয়ে যান যুবির দিকে। বিখ্যাত এই ক্রিকেটারের গলাতেই সুমনা পরিয়ে দেন মালা।

শোয়ে বিয়ের যাবতীয় রীতি মেনেই যুবি বিয়ে করেন। এভাবেই যুবির সঙ্গে মস্করা করা হবে কপিলের শোয়ে। জানা গেছে, আগামী শনিবার যুবি-হ্যাজেলকে দেখা যাবে টিভিতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন