
স্পোর্টস ডেস্ক: নিরাপত্তাশঙ্কায় ইংল্যান্ডের অধিনায়ক এউইন মরগান বাংলাদেশ সফরে না আসার ঘোষণা দেয়ায় জস বাটলারের হাতে ওয়ানডে দলের দায়িত্ব তুলে দেয়া হয়েছে আগেই। আর এর একই শঙ্কায় অ্যালেক্স হেল্স ও ইংল্যান্ড ক্রিকেট দলের সমর্থক গোষ্ঠী ‘বার্মি আর্মি’ না আসতে চাইলেও থমকে যাচ্ছে না বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ। আজ শুক্রবার বাংলাদেশ সফরের টেস্ট ও ওয়ানডে দুটি দলই ঘোষণা করবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।
এতে করে ধারণা করা হচ্ছে, অ্যালিস্টার কুকের টেস্ট দলে ১৭ জনকে রাখা হবে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ১৫ জনের নাম থাকতে পারে বাংলাদেশের বিপক্ষে।
মরগান ও হেলস সরে দাঁড়ানোয় ২১ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান ডাকেট সুযোগ পেতে পারেন ওয়ানডে দলে। ১৯ বছর বয়সী হামিদকে ভাবা হচ্ছে টেস্টে কুকের ওপেনিং সঙ্গী। এ ছাড়া লিয়াম ডসন, জ্যাক লিচ, কিটন জেনিংস ও বেন ফোকসের মতো একেবারে আনকোরারা সুযোগ পেতে পারেন বাংলাদেশ সফরের দলে। আর এই চারজনের মধ্যে ডসন ও লিচ স্পিনার, জেনিংস ওপেনার ও ফোকস উইকেটকিপার।