
নিউজ ডেস্ক: আগেই ভক্তদের গান উপহার দিয়েছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলে। পরে ভক্তদের গান উপহার দিলেন রোনালদিনহোও। এবার পূর্বসূরিদের দেখানো পথেই হাঁটলেন অলিম্পিক আসরে ব্রাজিলকে প্রথমবারের মতো সোনা জেতানো নেইমার।
এবার ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার নাম লেখালেন সঙ্গীত জগতে, গায়কের ভূমিকায়। আর আগামী বুধবার মুক্তি পাচ্ছে নেইমারের প্রথম গান। নিজের প্রথম গান মুক্তি পাওয়ার সুসংবাদটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ভক্তদের জানালেন নেইমার নিজেই।
আর এটা কোন শখের বসে নয়, ‘নেইমিউজিকো’ নামে গানের ক্যারিয়ারই শুরু করছেন বার্সেলোনার তারকা এই ফরোয়ার্ড। নেইমার বলেছেন ‘আগামী আগাম আমার সংগীত ক্যারিয়ার শুরু করতে যাচ্ছি। ফেসবুকে আমি আমার প্রথম গান মুক্তি দেব। তখন থেকেই আমরা ‘নেইমিউজিকো’কে পাব। আপনারা সবাই শেয়ার করবেন।’