News71.com
 Sports
 11 Sep 16, 06:17 PM
 676           
 0
 11 Sep 16, 06:17 PM

কৃষ্ণাঙ্গ ব্রিটিশ অলিম্পিয়ানকে মার্কিন বিমানবন্দরে অপদস্থ ।।

কৃষ্ণাঙ্গ ব্রিটিশ অলিম্পিয়ানকে মার্কিন বিমানবন্দরে অপদস্থ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যের অলিম্পিক চ্যাম্পিয়ন মো ফারাহকে যুক্তরাষ্ট্রের এক বিমান বন্দরে একটি এয়ারলাইন্সের একজন কর্মী অপদস্থ করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমালি বংশোদ্ভূত ব্রিটিশ এই দৌড়বিদের স্ত্রী অভিযোগ করেছেন যে বিমানের ওই কর্মী তার স্বামীকে কোন কারণ ছাড়াই বিমানে ওঠার আগে লাইনের একেবারে পেছনে পাঠিয়ে দিয়েছেন।

তানিয়া ফারাহ বলেছেন, ডেল্টা এয়ারলাইন্সের ওই কর্মী বিশ্বাসই করতে পারেন নি যে চারবার গোল্ড মেডেল বিজয়ী মো ফারাহর কাছে বিজনেস ক্লাসের টিকেট থাকতে পারে।

তিনি অভিযোগ করেন, তখন ওই কর্মী তার সাথে চিৎকার চেঁচামেচি করতে শুরু করেন। তবে কোনো কোনো খবরে বলা হচ্ছে যে ফাস্ট ক্লাস বোর্ডিং এর জন্যে ফারাহ পরিবার কাউন্টারে পৌঁছাতে দেরি করে ফেলেছিল।

ডেলটা এয়ারলাইন্সের একজন মুখপাত্র বলেছেন, এই অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে তারা মো ফারাহ পরিবারের সাথে সরাসরি যোগাযোগ করছেন। এই ঘটনাটি গতমাসে ঘটেছে বলে জানা যাচ্ছে যখন ফারাহ দম্পতি তাদের চার সন্তানকে নিয়ে রিও অলিম্পিকস থেকে ফিরে আসছিলেন। রিও অলিম্পিকে মো ফারাহ ৫,০০০ ও ১০,০০০ মিটার দৌড়ে তার শিরোপা ধরে রেখেছেন।

ফারাহ এবং তার পরিবার আটলান্টা থেকে যুক্তরাষ্ট্রের অরেগন রাজ্যে তাদের বাড়িতে ফিরে যাচ্ছিলেন।

তানিয়া ফারাহ বলেছেন, ওই মহিলা কর্মী তাকে অপদস্থ করেছেন। কিন্তু কয়েকজন লোক তখন এগিয়ে এসে তাকে বলেন যে দেখুন তিনি মো ফারাহ, অলিম্পিক চ্যাম্পিয়ন। পরে তিনি কিছুটা লজ্জিত হন। মো ফারাহ একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি কিন্তু তিনি এমন কিছু করেননি যার ফলে তার সাথে এমন ব্যবহার করা যেতে পারে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন