
স্পোর্টস ডেস্কঃ ২০১৬-১৭ মৌসুমে স্প্যানিশ লা লিগায় নিজেদের প্রথম জয় তুলে নিল অ্যাতলেটিকো মাদ্রিদ। সেল্টা ভিগোর বিপক্ষে অ্যান্তোনিও গ্রিজম্যানের জোড়া গোলে ৪-০ ব্যবধানের জয় পায় দিয়েগো সিমিওনের শিষ্যরা। দলের হয়ে আরও একটি করে গোল করেন কোকে ও অ্যাঙ্গেল কোরেয়া।
আজ স্তাদিও ডি বালাইদোসে অ্যাতলেটিকোকে আতিথিয়েতা জানায় সেল্টা। তবে এদিন ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে সফরকারীরা। কিন্তু ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য অবস্থায় মাঠ ছাড়ে দু’দল।
বিরতির পর ফিরেই অবশ্য আক্রমণের ধার বাড়ায় রোজিব্লাঙ্কসরা। ফলে ৫৩ মিনিটেই কোকের গোলে লিড পায় তারা। পরে ৭৩ ও ৮১ মিনিটে গ্রিজম্যান জোড়া গোল করলে ব্যবধান আরও বাড়ায় দলটি। আর ম্যাচের অন্তিম সময়ে (৮৯ মিনিট) কোরেয়া সেল্টার জালে শেষ পেরেকটি ঠুকে দিলে ৪-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সিমিওন শিষ্যরা।
এবারের লিগে ড্র দিয়ে শুরু করেছিল অ্যাতলেটিকো। আলাভেজের বিপক্ষে সে ম্যাচে ১-১ গোলে সমাপ্তি হয়। আর দ্বিতীয় ম্যাচেও হোঁচট খায় তারা। লিগেন্সের বিপক্ষে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে গাবি বাহিনী।