
স্পোর্টস ডেস্ক: ইন্তেখাব আলমের জায়গায় পাকিস্তান ক্রিকেট দলের নতুন ম্যানেজার হলেন পাকিস্তানের সাবেক খেলোয়াড় ওয়াসিম বারি। আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন বারি।
গত বছরের সেপ্টেম্বরে চতুর্থ দফায় পাকিস্তান দলের ম্যানেজার নির্বাচিত হন আলম। এরপর ম্যানেজার হিসেবে দলের সাথে বেশ কয়েকটি সফর করেন তিনি। সর্বশেষ ইংল্যান্ড সফরে টেস্ট ফরম্যাটে দলের সাফল্যের অংশীদার ছিলেন আলম। কিন্তু এ মাসেই আলমের চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তাই আলমের জায়গায় বারিকে ম্যানেজারের দায়িত্ব দিলো পিসিবি।
জানা গেছে, ‘ম্যানেজার হিসেবে এ মাসেই চুক্তি শেষ আলমের। তাই তার জায়গায় বারিকে নিয়োগ দেয়া হচ্ছে। পাকিস্তান ক্রিকেটে বিভিন্নভাবে অবদান রাখার জন্য আলমকে ধন্যবাদ।’ জাতীয় দলের হয়ে ১৭ বছর ক্রিকেট খেলেন বারি। তখন ৮১টি টেস্ট ও ৫১টি ওয়ানডে খেলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।