News71.com
 Sports
 09 Sep 16, 11:21 PM
 750           
 0
 09 Sep 16, 11:21 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দলে ফিরলেন পাকিস্তানের অন্যতম ড্যাসিং ব্যাটসম্যান ওমর আকমল ।।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দলে ফিরলেন পাকিস্তানের অন্যতম ড্যাসিং ব্যাটসম্যান ওমর আকমল ।।

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় দল থেকে বাদ পরেছিলেন পাকিস্তানের অন্যতম ড্যাসিং ব্যাটসম্যান ওমর আকমল। তবে আবারও তাকে ফিরিয়ে এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ।

সংযুক্ত আরব আমিরাতে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। আগামী ২৩শে সেপ্টেম্বর থেকে ২৭ তারিখ পর্যন্ত ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। এর আগে ইংল্যান্ড থেকে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে জয় নিয়ে সফর শেষ করেছিল পাকিস্তান ।

এদিকে আকমলের সঙ্গে দলে ফিরেছেন ব্যাটসম্যান সাদ নাসিম। নতুন মুখ অল-রাউন্ডার রুম্মন রইসকে সুযোগ দিয়েছে পাকিস্তান। অধিনায়ক আছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান সরফরাজ আহমেদ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন