News71.com
 Sports
 08 Sep 16, 11:49 AM
 735           
 0
 08 Sep 16, 11:49 AM

পাকিস্তানের কাছে হারলো ইংল্যান্ড

পাকিস্তানের কাছে হারলো ইংল্যান্ড

 

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডকে পাত্তা না দিয়েই পাকিস্তান এবার সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ জিতে নিয়েছে। তাদের ১৩৫ রানে আটকে রেখে ১৫ ওভারের আগেই ম্যাচ জিতেছে ৯ উইকেট হাতে রেখে। আর এর ফলে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে সরফরাজ আহমেদের অভিষেকটা দারুণই হলো।

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে ৯ উইকেটের এই উড়ন্ত জয় পাকিস্তানের। খালিদ লতিফ ৫৯ (৪২ বল) ও বাবর আজম ১৫ রানের অপরাজিত থেকে দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়েন। আদিল রশিদের বলে আউট হওয়ার আগে শারজিল খানের ব্যাট থেকে আসে ৩৬ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংস। আবার বাংলাদেশ সফরের আগে ঘরের মাঠে লজ্জাজনক পরাজয়ে যেন বড় এক ধাক্কাই খেল ইংলিশরা।

আগে টস জিতে ব্যাটিংয়ে নামা ইংলিশরা ওয়াহাব রিয়াজদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় স্কোর গড়তে পারেনি। নির্ধারিত ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় সাত উইকেটে ১৩৫। সর্বোচ্চ ৩৭ রান করেন ওপেনার অ্যালেক্স হেলস। জেসন রয় ২১, জো রুট ৬, জস বাটলার ১৬, ইয়ন মরগান ১৪, ডেভিড উইলি ১৩ রান করেন। আর ১৩ রানে অপরাজিত থাকেন মঈন আলী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন