News71.com
 Sports
 06 Sep 16, 12:25 PM
 718           
 0
 06 Sep 16, 12:25 PM

আজ ২১তম জন্মদিন জনপ্রিয় ক্রিকেটার কাটার মাস্টার মোস্তাফিজ রহমানের ।।

আজ ২১তম জন্মদিন জনপ্রিয় ক্রিকেটার কাটার মাস্টার মোস্তাফিজ রহমানের ।।

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন খুব বেশি দিন হয়নি। তবে এরই মধ্যে নিজের জাত ঠিকই চিনিয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ।

বিশ্বের সব ব্যাটসম্যানই তার বল খেলে থাকেন অতি সাবধানে। কাটার-স্লোয়ার-ইয়র্কারের সংমিশ্রণে এমন অস্ত্র নিয়ে হাজির হন মাঠে, যা নিয়ে আগে গবেষণা করতে হয় প্রতিপক্ষ দলকে। সম্ভাবনাময়ী তরুণ প্রতিভাবান এ পেসারের ২১তম জন্মদিন আজ ।

সাতক্ষীরায় জন্মগ্রহণকারী বাংলাদেশের এই ক্রিকেটার বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে প্রথম দুই ম্যাচেই এগারোটি উইকেট লাভ করেন। ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে আবাহনী লিমিটেড ও খুলনা বিভাগের হয়ে খেলেছেন তিনি ।

২০১৬ সালে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে দলকে করেছেন চ্যাম্পিয়ন। হয়েছে সেরা উদীয়মান খেলোয়াড়। ইংল্যান্ডের ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টিতে সাসেক্স ক্রিকেট ক্লাবের হয়েও খেলেছেন তিনি ।

আর সর্বশেষ আইসিসি ঘোষিত ২০১৫ সালে আইসিসি বর্ষসেরা দলে অন্তর্ভুক্ত হন এই তরুণ ক্রিকেটার। উল্লেখ্য, ১৯৯৫ সালের ৬ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন বাংলাদেশ ক্রিকেটের তরুণ তারকা মোস্তাফিজুর রহমান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন