News71.com
 Literature
 16 Feb 21, 08:21 PM
 716           
 0
 16 Feb 21, 08:21 PM

প্রখ্যাত ফিলিস্তিনি কবি মাওরিদ বারঘুতির মৃত্যু॥

প্রখ্যাত ফিলিস্তিনি কবি মাওরিদ বারঘুতির মৃত্যু॥

 

সাহিত্য ডেস্কঃ ফিলিস্তিনের শীর্ষ কবি মাওরিদ বারঘুতি মারা গেছেন। সোমবার জর্ডানের রাজধানী আম্মানে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। ১৯৪৪ সালে জন্ম নেওয়া বারঘুতি পড়াশোনা করেছেন কায়রোতে। আল জাজিরা এক প্রতিবদেনে জানিয়েছে, মাওরিদ বারঘুতি জীবনের বেশির ভাগ সময় নির্বাসনে কাটিয়েছেন। তাঁর আত্মজীবনীমূলক রচনা ‘আই স রামাল্লাহ’ তাঁকে আন্তর্জাতিকভাবে পরিচিতি এনে দেয়।বারঘুতির অনবদ্য এই সৃষ্টিকে বিখ্যাত ফিলিস্তিনি লেখক ও বুদ্ধিজীবী এডওয়ার্ড সাঈদ বলেছেন, বইটি ফিলিস্তিনিদের উদ্বাস্তু থাকার সবচেয়ে বড় দলিল। বারঘুতির মৃত্যুতে ফিলিস্তিনের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আতেফ আবু সাইফ শোক প্রকাশ করে বলেছেন, জাতীয় সংগ্রাম ও সৃজনশীলতার এক প্রতীককে হারালো আরব বিশ্ব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন