News71.com
 Lifestyle
 03 Sep 22, 02:38 PM
 353           
 0
 03 Sep 22, 02:38 PM

রাজধানীর সড়কে শৃঙ্খলা আনতে বাসে চালু হচ্ছে ই-টিকেটিং।।

রাজধানীর সড়কে শৃঙ্খলা আনতে বাসে চালু হচ্ছে ই-টিকেটিং।।

নিউজ ডেস্কঃ রাজধানীর অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থায় যাত্রী ভোগান্তি নিরসনে আসছে আমূল পরিবর্তন। পরীক্ষামূলকভাবে এসব বাসে চালু হচ্ছে ই-টিকেটিং ব্যবস্থা। প্রাথমিকভাবে পাঁচটি কোম্পানির বাসে এ ব্যবস্থা চালু হচ্ছে। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সঙ্গে ই-টিকেটিং সহযোগী প্রতিষ্ঠান যাত্রী সার্ভিসেস লিমিটেডের এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্ল্যাহর উদ্যোগে ই-টিকিট ব্যবস্থা চালুর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র জানিয়েছে, এটি চালু হলে যাত্রীরা বাসের ভেতরে টাকা দিয়ে কন্ডাক্টরের কাছে থাকা মেশিন থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। টিকিটের গায়ে যাত্রার বিবরণ থেকে টাকার পরিমাণ সবই উল্লেখ থাকবে। এতে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ থাকবে না। এ পাইলট প্রকল্পে প্রজাপতি পরিবহন, পরিস্থান পরিবহন, অছিম পরিবহন, নূর-ই মক্কা পরিবহন ও বসুমতির বাসে ই-টিকিট সুবিধা চালু হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন